পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোটপার্বণে কার্টুন আর ছড়ার ছড়াছড়ি বাঁকুড়া শহরে। দুই ফুলের সৌজন্য একের পর এক দেওয়াল ভরে উঠছে কার্টুন আর ছড়ায়। তার সঙ্গে বহুচর্চিত স্লোগান খেলা হবে তো আছেই। দেওয়ালে একে অপরকে বিঁধতে ছাড়ছে না কোনও পক্ষ।
একুশের মহারণের আগে ভোট পার্বণ জমিয়ে দিয়েছে ‘খেলা হবে’ স্লোগান...দেওয়াল লিখনেও হট কেক সেই ‘খেলা হবে...খেলা হবে, খেলব আমরা ভোটের মাঠে ময়দানে৷’
ভোটের অনেক আগেই ছড়ায় ছড়ায় ভরে গেছে বাঁকুড়ার শহরের একের পর দেওয়াল। যার সিংহভাগই ‘খেলা হবে’। দেওয়ালে লেখা, ‘হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে...খেলা হবে, খেলব আমরা মাঠে, ময়দানে ভোট জিতব আমরা, তাকিয়ে দেখবে তোমরা৷’
তৃণমূলের পাশাপাশি বিজেপির দেওয়াল লিখনেও জায়গা পেয়েছে, ‘খেলা হবে!’ এই ‘খেলা হবে’ স্লোগানেই বিরোধীদের তারা মাত দেবে বলে দাবি করেছে তৃণমূল।
বাঁকুড়ার তৃণমূল নেতা দেবাশিস লাহা বলেছেন, ‘বিজেপি যতই দাবি করুক, খেলা হবে। খেলোয়াড় কোথায়? সব স্ট্রাইকার আমাদের। দেশের সেরা গোলরক্ষক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। একস্ট্রা প্লেয়ার নিয়ে ওরা যতই নামুক শেষরক্ষা করতে পারবে না।’
বিজেপির পাল্টা দাবি, খেলোয়াড়রা সব তাদের দিকে চলে আসায় খেলা এখন একপেশে। বাঁকুড়ার বিজেপি নেতা নীলাদ্রি জানা বলেছেন, ‘যারা তৃণমূলে থেকে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিল, তারাই এখন বিজেপিতে। তৃণমূল যতই দেওয়াল লিখুক, দেওয়াল লিখন পড়ার কেউ নেই। বিজেপি মাঠ জুড়ে খেলবে, শেষ হাসি হাসবে।’
গত লোকসভা ভোটে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে এগিয়ে ছিল বিজেপি। বাঁকুড়া পুর এলাকার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতেই ছিল বিজেপির লিড। ম্যাচ এখনও শুরু হয়নি। ওয়ার্ম-আপ জমিয়ে দিয়েছে ‘খেলা হবে’। জিতবে কে, জানতে আর কিছুদিনের অপেক্ষা।