রুমা পাল, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবারই প্রথম, মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকদের সঙ্গে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতি বিধানসভা কেন্দ্রে থাকবে চারটি করে ক্যুইক রেসপন্স টিম।
এভাবেই রাজ্যের ভোটে বেনজির নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। বিধানসভা ভোটে রাজ্যে থাকবে রেকর্ড ৯৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।একটি কোম্পানিতে ৮০ থেকে ১০০জন জওয়ান থাকে।অর্থাত, প্রায় ৯০ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার বাংলায় ভোট হবে
ভোটের গনগনে আঁচের মধ্যেই ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চলছে রুটমার্চ,এরিয়া ডমিনেশন!
নির্বাচন কমিশন সূত্রে খবর,এবার রাজ্যের সব বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।বুথের একশো মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে।সঙ্গে থাকবেন একজন লাঠিধারী কনস্টেবল। তিনি ভোটের লাইন ঠিক করবেন।
এই প্রথম, মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকদের সঙ্গে থাকবেন ১ কোম্পানি বা ১০০ জন করে বাহিনী বাহিনীর জওয়ান। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে রাজ্যে ৭৩২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবেন।দ্বিতীয় দফায় সেই সংখ্যাটা ৬৯৭ কোম্পানি। তৃতীয় দফায় মোতায়েন থাকবেন ৬৯৫ কোম্পানি বাহিনী। চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবেন। পঞ্চম দফায় ৯৫৬ কোম্পানি বাহিনী। ষষ্ঠ দফায় সেই সংখ্যাটা ৯৩৩ কোম্পানি।সপ্তম দফার ভোটে মোতায়েন থাকবে ৭৫২ কোম্পানি বাহিনী। অষ্টম দফার ভোটে ৭০৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে।
ভোটে কোনওরকম অশান্তি এড়াতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বিধানসভা কেন্দ্রে থাকবে চারটি করে কিউআরটি বা ক্যুইক রেসপন্স টিম। প্রতি কিউআরটিতে থাকবে এক সেকশন অর্থাৎ, ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।সঙ্গে থাকবেন স্থানীয় থানার একজন এএসআই।
প্রথম দফায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহলে ভোট। সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেক্টর অফিসগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।