কলকাতা : ভোটের আগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু প্রার্থীর। মারা গেলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে গতকাল জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা করে আজ ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
আগামী ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ। তার আগে মৃত্যু হল কংগ্রেস প্রার্থীর।
পরিবারের সদস্যরা কোভিড প্রোটোকল মেনে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার আবেদন জানানো হচ্ছে। কিন্তু কোভিড প্রোটোকল মেনে হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা পুরসভার হাতে তুলে দেবে বলে জানা গেছে।
এমনিতেই রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতেরর পক্ষ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডের সংক্রমণে পড়েছেন ৫ হাজার ৮৯২ জন। প্রাণ গিয়েছে ২৪ জনের। রাজ্যে রোজ প্রবলভাবে বেড় চলা করোনা সংক্রমণের জন্য অনেকেই দায়ী করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে।
ভোটের মাঝে যেভাবে প্রায় প্রত্যেকটি দল নূন্যতম করোনাবিধি তোয়াক্কা না করে মিটিং, মিছিল, জন সমাবেশ করছে তাতে করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সব মহলে। কারণ, বড় জন সমাবেশগুলিতে শারীরিক দূরত্ব রক্ষা করার কোনও বালাই থাকছে না। অধিকাংশই মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন মুখে মাস্ক পর্যন্ত না লাগিয়ে।
এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দলগুলিকে সতর্ক করার বার্তা নির্বাচন কমিশনের কাছে দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালতের নির্দেশ পেয়েই কমিশনও বাড়তি সতর্ক হয়েছে যে বিষয়টি নিয়ে। করোনা নিয়মনীতি যাতে আরও কঠোরভাবে পালন করা হয় সে বিষয়ে তারা নির্দেশ দিয়েছে বিভিন্ন মহলে।
শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠকও ডেকেছে। সেখানে আলোচনার মাধ্যমে কী উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে।
বিস্তারিত আসছে...