কলকাতা: ফের শিরোনামে স্বাস্থ্য সাথী কার্ড। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।জনস্বার্থ মামলায় দুই আবেদনকারীর দাবি, ‘যে সংখ্যক রোগীর কথা বলা হচ্ছে, তাতে ভুল রয়েছে। যে টাকা খরচ করার কথা হয়েছিল তাও সঠিক নয়।প্রায় ১৮৮.৯০ কোটি টাকার গরমিল রয়েছে। ২০২০ ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে টাকার অঙ্কে গরমিল রয়েছে। এই সময় পর্যন্ত তদন্ত করা হোক।‘এই প্রকল্পে রোগীদের প্রিমিয়ামের কোনও হিসেব নেই।’


এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-কে দিয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। কাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে।


আবেদনকারীদের দাবি, ২৩টা জেলায় বিভিন্ন জোনের মধ্যে খোঁজ খবর নেওয়া হয়। সমীক্ষায় জানা গিয়েছে, প্রতি ১০০ জনের মধ্যে ৯০ জনই নাকি কার্ড পায়নি। আজ অজয় প্রাসাদ ও অজয় মান্না নামে দুই ব্যক্তি মামলা দায়ের করেন।