আমদাবাদ: ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা চলাকালীন মাঠে আম্পায়ারদের সামনেই তর্কে জড়িয়ে পড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তাঁদের দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আম্পায়াররা তাঁদের শান্ত করার চেষ্টা করেন। শেষপর্যন্ত অবশ্য অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি।


আজ টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। ৩০ রানে ৩ উইকেট পড়ে যায়। এরপর স্টোকস ও জনি বেয়ারস্টো কিছুটা লড়াই করেন। স্টোকস ৫৫ রান করেন। তাঁকে ফেরান ওয়াশিংটন সুন্দর। এর আগেই অবশ্য বিরাটের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন স্টোকস।



ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের ইনিংসের ১৩-তম ওভারে। এই ওভারের শেষ বলে বাউন্সার দেন মহম্মদ সিরাজ। এরপর তাঁর উদ্দেশে কিছু বলেন স্টোকস। এগিয়ে যান বিরাট। তিনি স্টোকসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু করে দেন। দুই আম্পায়ার নীতিন মেনন ও বীরেন্দ্র শর্মা হস্তক্ষেপ করেন। তাঁরা বিরাট ও স্টোকসকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপরেও কথা বলতে থাকেন বিরাট ও স্টোকস।


এরপর সিরাজের সঙ্গেও কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন স্টোকস। ১৫-তম ওভারে সিরাজের বলে তিনি স্লিপ অঞ্চল দিয়ে বাউন্ডারি মারেন। তাঁর উদ্দেশে কিছু বলেন সিরাজ।