খেজুরি: তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনই। খেজুরির বীরবন্দ এলাকায় ১০৫ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ তুললেন সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাস। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাম প্রার্থী।  


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমাংশু দাস অভিযোগ করেন, তিনজনের হয়ে একজনই ভোট দিচ্ছেন। বুথে এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পর্যবেক্ষককে জানিয়েছি। কেন্দ্রীয় বাহিনী আছে। তাদের উপেক্ষা করে জমায়েত করছে। ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাস। 


অন্যদিকে, বুথের সামনেই শালবনির সিপিএম প্রার্থীকে ধাক্কা দেওয়া হল। ভাঙচুর করা হল তাঁর গাড়ি। একদশক পর তিনি ভোটের ময়দানে। আর শুরুতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন সুশান্ত ঘোষ। হামলার হাত থেকে রেহাই পেল না এবিপি আনন্দও।


শনিবার ভোটগ্রহণ শুরুর পর সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ অভিযোগ করেন, শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এজেন্ট বসানো নিয়ে শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে তাঁর বচসাও বাধে। কেউদি জামবনি গ্রামে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সংযুক্ত মোর্চার সিপিএম  প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, ভেলাইদা গ্রামে বুথ থেকে বেরোতেই সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা।


বুথের সামনে সিপিএম প্রার্থীকে জুতো দেখানো হয়। সবার সামনেই তাঁকে ধাক্কা দেওয়া হয়। ঘুরে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান সুশান্তও। কিন্তু, নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। সুশান্ত ঘোষের পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপরও চড়াও হন তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় এবিপি আনন্দর গাড়ি। আক্রান্ত হন এবিপি আনন্দর সাংবাদিক সমিত সেনগুপ্ত ও স্বপন মজুমদার।


২০১১ সালে পরিবর্তনের প্রবল হাওয়ার মধ্যেও। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে জিতেছিলেন ৬ বারের সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। ক্ষমতা হাতবদল হতেই বেনাচাপড়া কঙ্কালকান্ডে গ্রেফতার হন তিনি।  ২০১২ সালে জামিন মেলে, কিন্তু জেলায় ঢোকার ছাড়পত্র দেয়নি আদালত। গতবছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন সুশান্ত ঘোষ। একদা দোর্দণ্ডপ্রতাপ এই নেতাই এবার শালবনি কেন্দ্রে সিপিএম ততা সংযুক্ত মোর্চার বাজি। তবে শুরুতেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে। সুশান্ত ঘোষের উপর হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।