বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে এসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিপিআইএম কর্মী দীপক পাঁজা। থানায় মিসিং ডায়েরি করল পরিবার। দলের তরফে অভিযোগ দায়ের নিউ মার্কেট থানায়।


সবার জন্য শিক্ষা, নতুন শিল্প, চাকরি! এই দাবিতে বৃহস্পতিবার ছিল বাম-ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান। যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ! বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথারি লাঠি চালায় পুলিশ। বাদ যায়নি জল কামান থেকে কাঁদানে গ্যাসের শেল...পাল্টা ইটবৃষ্টিও করা হয়! পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাহারকোটা গ্রামের বাসিন্দা সিপিআইএম কর্মী দীপক পাঁজা। পরিবারের দাবি, বৃহস্পতিবারের মিছিলেই পা মিলিয়েছিলেন। কিন্তু তিনদিন পরেও বাড়ি ফেরেননি দীপক।


নিখোঁজ সিপিআইএম কর্মীর স্ত্রী সরস্বতী পাঁজা বলেন, সকালে বেরিয়ে যান, পাওয়া যাচ্ছে না, কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না। বেশি পড়াশুনো জানেন না, কলকাতায় তেমন কিছু চেনেন না।


নিখোঁজ সিপিআইএম কর্মীর ভাই অমৃত পাঁজা জানান, চিন্তায় আছি, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক ৷


পাঁশকুড়া থানার পুলিশ সূত্রে খবর, নিখোঁজের বিষয়টি পরিবারের তরফে তাদেরকে জানানো হয়েছে। অন্যদিকে, দলের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে নিউ মার্কেট থানায়। পূর্ব পাঁশকু়ড়ার সিপিএম বিধায়ক ইব্রাহিম আলি জানান, ‘‘সেদিন আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার জন্য পুলিশ দায়ী, ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা ৷’’


 


পরিজন বাড়ি না ফেরায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পাঁশকুড়ার এই পরিবার। পুলিশ জানিয়েছে, বিভিন্ন জায়গায় খোঁজ চলছে।