কলকাতা: ‘জাতপাতের রাজনীতিতে বিজেপি ২ জন বন্ধু পেল, তারা হল কংগ্রেস ও সিপিএম।’ সোমবার, ঠিক এই ভাষাতেই একযোগে বিরোধীদের তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেখানে তিনি গতকালের ব্রিগেড নিয়ে একযোগে বাম-কংগ্রেসকে আক্রমণ করেন। সুব্রত বলেন, ‘ব্রিগেডের মিটিংয়ে স্পষ্ট হল বাম-কংগ্রেস আর জাতপাত বিরোধী নেই। ব্রিগেডের মঞ্চে একাধিক বিচ্ছিন্ন ও দুর্বল ঘটনা ঘটেছে।
সুব্রতর দাবি, ব্রিগেডে গতকাল নিজেরা নিজেদের চরিত্রহনন করেছে বাম ও কংগ্রেস। তিনি বলেন, আমরাও বলতাম কংগ্রেস-সিপিএম জাতপাতের রাজনীতি করে না। কিন্তু গতকাল ব্রিগেডে নিজেরাই তাঁদের চরিত্রহনন করলেন।’
আরও পড়ুন:
Kolkata Brigade Rally: ব্রিগেড থেকে জড়তাহীন জোট-বার্তা
এখানেই থেমে না থেকে বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপিকে একাসনে বসিয়ে আক্রমণ শানালেন সুব্রত। তিনি বললেন, ‘জাতপাতের রাজনীতিতে বিজেপি ২ জন বন্ধু পেল। তারা হল কংগ্রেস ও সিপিএম।’
এর পাশাপাশি, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারেরও সমালোচনায় সোচ্চার হন সুব্রত। নেতার মতে, বাংলায় বিনিয়োগ নিয়ে মোদি- অমিত শাহ ভাঁওতা দিচ্ছেন।
আরও পড়ুন:
Kolkata Brigade Rally: এমন তাপ বাড়াব, তৃণমূল জল হবে, বিজেপি বাষ্প হয়ে উড়ে যাবে: সেলিম
তিনি বলেন, ‘বাংলার মতো জনস্বার্থমূলক প্রকল্প দেশের কোনও রাজ্যে নেই। খাদ্যসাথীতে ২০ লক্ষেরও বেশি মানুষ উপকৃত। বাংলায় বিনিয়োগ নিয়ে মোদি-শাহ ভাঁওতা দিচ্ছেন।’
প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী অসত্য বলছেন বলেও ঘুরিয়ে অভিযোগ করেন সুব্রত। বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক। সঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের মূলধন। তা সত্ত্বেও মোদি-শাহ বলছেন বিনিয়োগ হয়নি।’
আরও পড়ুন:
Kolkata Brigade Rally: মোদি-মমতাকে একসারিতে ফেলে নিশানা বাঘেলের, ঝাঁঝালো আক্রমণ আব্বাসেরও
গতকাল, ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ করেছিলেন বাম-কংগ্রেস নেতারা। ব্রিগেডের মঞ্চ থেকে মমতা-মোদি আঁতাঁতের অভিযোগে সরব হয়েছিলেন তারা।
সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেছিলেন, এক দশক ধরে দিদি-মোদির খেলা চলছে। এবার ওদেরকে মাঠ থেকে নকআউট করতে হবে। একদিকে দলবদলের লড়াই, আরেক দিকে চলছে দিনবদলের লড়াই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আগামী দিনে তৃণমূল, বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে। তৃণমূল নেত্রী মমতা দেখে যান মোর্চার ক্ষমতা।