রুমা পাল, কলকাতা: ভোটের আগে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। যে এলাকায় ভোট সেখানে ভোটের তিনদিন আগে ও একদিন পর পর্যন্ত ডিউটি করতে পারবে না গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্টুডেন্ট পুলিশ।
বাংলায় মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। ভোটে অশান্তি রুখতে ইতিমধ্যেই এলাকায় এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এই অবস্থায় আরও কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এবার ভোটের কোনও ডিউটিই করতে পারবে না গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্টুডেন্ট পুলিশ। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে এলাকায় ভোট সেখানে ভোটের তিনদিন আগে থেকে ভোটের পরদিন পর্যন্ত ডিউটি করতে পারবে না গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্টুডেন্ট পুলিশ।
এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, এই নির্দেশিকা নবান্ন ও লালবাজারে পাঠানো হয়েছে। ভোটের সময় যাতে সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে ব্যবহার না করা হয়, সেজন্য আগেই কমিশনের কাছে দাবি করেছিল বিরোধীরা।
সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে ব্যবহার করা হবে না বলে ইঙ্গিতও দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। এবার এনিয়ে কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।