মুম্বই: আন্তর্জাতিক নারীদিবসে শুধুমাত্র মহিলাদের জন্য ‘Her Circle’। নতুন এই ওয়েবসাইটের কথা ঘোষণা করছেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস নীতা এম অম্বানি। অন্যান্য সমস্ত জায়গার সঙ্গে সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে।


 


ঠিক কী এই ‘Her Circle’। নীতা অম্বানি বলছেন, ‘একজন মহিলা যখন অপর মহিলার ওপর নির্ভরশীল হন, অবিশ্বাস্য জিনিস ঘটে। আমি ছোট থেকেই যাঁদের সংস্পর্শে এসেছি, তাঁরা ভীষণ শক্তিশালী মহিলা। তাঁদের থেকেই আমি জীবনের সমস্ত শিক্ষা পেয়েছি। এরপর আমি সেই শিক্ষা ছড়িয়ে দিয়েছি অন্যান্য নারীদের মধ্যে। ছোটবেলায় আমরা ১১ জন মেয়ে মিলে একসঙ্গে বড় হয়ে উঠেছি। আমি নিজেকে বিশ্বাস করতে শিখেছি। আমার মেয়ে ইশা সবসময় আমায় সাহায্য করেছে, উৎসাহ দিয়েছে নিজের কাজ করার জন্য। আমার পুত্রবধূ শ্লোকার থেকেও আমি ধৈর্য ও কর্মপদ্ধতি শিখেছি।’


তিনি আরও বলেন, ‘আমার আজ খুব ভালো লাগছে HerCircle.in-কে সমস্ত মহিলাদের সামনে আনতে পেরে। আশা করছি সবাই এটাকে নিজের করে নেবেন।’


ঠিক কী করে কাজ করবে HerCircle.in?


এই ওয়েবসাইটে রয়েছে নারীদের জন্য বিভিন্ন তথ্য। চাকরি, অর্থনীতি থেকে শুরু করে ফ্যাশান, সৌন্দর্য্য, বিনোদন, নিজস্ব বিভিন্ন কাজ সংক্রান্ত খবর থাকছে এখানে। অনায়াসেই যে কেউ ওয়েবসাইটে ঢুকে বেছে নিতে পারেন নিজের পছন্দমত বিষয়। এই ওয়েবসাইট ও অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ ও সহজে ব্যবহার করা যাবে বলেও জানানো হচ্ছে রিলায়েন্সের তরফে।


ব্যক্তিগত ও নিরাপদ: HerCircle.in-এ যে সমস্ত ভিডিও ও খবর রয়েছে সেগুলি সম্পূর্ণ নিরাপদ। এছাড়াও চিকিৎসা, শারীরিক সমস্যা ও অর্থ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করার জায়গাও রয়েছে মহিলাদের জন্য। সেখানে প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা।


ভালো অভ্যাসের অ্যাপ:  কেবল বিনোদন নয়, মহিলাদের জীবনধারার মান উন্নয়নও করবে এই অ্যাপ। যদি কেউ শারীরিকভাবে ফিট থাকতে চায়, তাকে সাহায্য করবে এই অ্যাপ। এছাড়াও রয়েছে পিরিয়ড ট্র্যাকার ও প্রেগনেন্সি গাইডলাইন।


গুগল প্লেস্টোর ও মাই জিও স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। এখানে রেজিস্ট্রেশানও ফ্রি।