কলকাতা: আজই শেষ হচ্ছে রাজ্যে প্রথম দফা ভোটের প্রচার-পর্ব। সকাল থেকে জমজমাট প্রচার। একাধিক জেলায় বিজেপির মেগা র্যালি।
বাঁকুড়ার শালতোড়া, পুরুলিয়ার মানবাজার, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।
রাজ্যে আজ ফের নির্বাচনী প্রচারে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করবেন অমিত শাহ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।
বাঁকুড়ার জয়পুর, তালডাংরা এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নির্বাচনী সভা করবেন রাজনাথ সিং।
বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে ফের প্রচারে আসছেন গৌতম গম্ভীরও। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বাঁকুড়ার সোনামুখী ও হুগলির চুঁচুড়ায় সভা করবেন প্রাক্তন ক্রিকেটার।
প্রচারে ঝড় তুলবে তৃণমূলও। আজ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, গোসাবা এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতন ও মেদিনীপুর শহরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে জনসভা ও আড়ষায় রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও রোড শো করবেন তৃণমূল সাংসদ।
শুভেন্দু অধিকারীর সভা রয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ও হলদিয়ায়।
প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষেরও। খড়গপুর শহরে সাংবাদিক বৈঠকের পর চন্দ্রকোণায় সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ। এর পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর জেলায় আজ দুটি জায়গায় রোড শো করবেন দিলীপ ঘোষ।
গতকাল ভোটারদের জন্য আবেদন পত্র প্রকাশ করে সংযুক্ত মোর্চা। তাতে বেকারদের কর্মসংস্থান, গণতন্ত্র রক্ষা সহ একাধিক বিকল্প কর্মসূচির ঘোষণা করা হল। অন্যদিকে, মঙ্গলবার এএনআই সূত্রে দাবি করা হয়, আব্বাসের সঙ্গে কথা বলে বাংলার প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে জানিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। এবিষয়ে তারা কিছু জানেন না বলে দাবি করেছে আইএসএফ।