সমীরন পাল, উত্তর ২৪ পরগনা: ‘’নির্ভয়ে ভোট দিন, প্রত্যেকটা ভোট মূল্যবান, নিশ্চিন্তে ভোট দিন, আপনার যাকে পছন্দ তাকে ভোট দিন, প্রশাসন আপনাদের সঙ্গে আছে।" এই বার্তা পৌঁছে দিতে তৃতীয় লিঙ্গের মানুষের কাছে পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ।
প্রত্যেকটি ভোট মূল্যবান, তাঁরা স্বাধীন ভারতের নাগরিক। এটা বোঝানোর জন্যই কমিশন বিভিন্ন গোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলছে, প্রচার করছে ।আর সেই প্রচারের অঙ্গ হিসেবেই জগদিঘাটা কাজীপাড়ার তৃতীয় লিঙ্গের গোষ্ঠীর লোকজনের সঙ্গে সময় কাটালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । কমিশনের পক্ষ থেকে বারাসাত ১ নম্বর ব্লকে এসবি টিমের আধিকারিক মঞ্জুলা বসু তৃতীয় লিঙ্গের লোকজনের মধ্যে ভোটদানে উৎসাহ প্রদানের জন্য যান।তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন তিনি। এর মধ্যেই এসবি টিমের আধিকারিক মঞ্জুলা বসুর ছোট মেয়ের তিন বছরের জন্মদিন পালন করলেন সবাই মিলে।আনন্দ ভাগ করে নিলেন তাঁদের সঙ্গে কেক কাটার মাধ্যমে।
নির্বাচন কমিশন যে খোদ তাঁদের কাছে লোক পাঠিয়েছে, তা তৃতীয় লিঙ্গের গোষ্ঠীর লোকজনকে অত্যন্ত আনন্দিত করেছে ।তাঁরা জানিয়েছেন যে, এভাবে নির্বাচন কমিশন তাঁদের কাছে এসে নির্বাচন সংক্রান্ত প্রচার চালানোর তাঁরা সম্মানিত বোধ করছেন ।
নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিক মঞ্জুলা বোস জানান,সমাজের সব স্তরের মানুষের মধ্যে নির্বাচন সংক্রান্ত প্রচার চালানো হচ্ছে । তাই তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যেও প্রচার চালানোর কাজ চালাচ্ছেন নির্বাচন কমিশনের কর্মীরা ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে ভোট গ্রহণ করা হবে আট দফায়। ২৭ মার্চ ভোট শুরু হবে রাজ্যে। অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ করা হবে ২৯ এপ্রিল। প্রায় ৩২ দিন ধরে রাজ্যে চলবে ভোটগ্রহণ পর্ব। ভোট গণনা ২ মে।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে ভোটগ্রহণ ২৭ মার্চ। এই পর্বে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১-এ ভোটগ্রহণ করা হবে।
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। এই পর্বে পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)-এ ভোট গ্রহণ করা হবে।
তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে। ৬ এপ্রিল হবে তৃতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় হাওড়া পার্ট ১, হুগলি পার্ট ১, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ২-তে ভোটগ্রহণ করা হবে।
চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ ১০ এপ্রিল।এই পর্বে ভোটগ্রহণ করা হবে ‘হাওড়া পার্ট ২, হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ারে।
পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ ১৭ এপ্রিল। এই দফায় ভোটগ্রহণ করা হবে উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।
ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। এই দফায় নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুরে ভোট হবে।
সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। এই পর্বে মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে ভোট হবে।
‘অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ ২৯ এপ্রিল। এই পর্বে থাকছে মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।