অর্ণব মুখোপাধ্যায়, নন্দীগ্রাম: দেখতে অনেকটা ব্যালট বক্সের মধ্যে কিন্তু রংটা গেরুয়া। বাক্সে লেখা রয়েছে, ‘লক্ষ্য সোনার বাংলা’ আর বাক্সের গায়ে বিজেপি নেতাদের ছবি। এই ধরনের বাক্স নিয়ে বিজেপি কর্মীরা পৌঁছে যাচ্ছেন সাধারণ ভোটারদের দরজায় দরজায়। তাঁদের দেওয়া হচ্ছে একটি করে স্লিপ। সেই স্লিপে ভোটাররা তাঁদের মতামত লিখে জমা দিচ্ছেন এই বাক্সে। আসলে এটা বিজেপির সাজেশন বক্স। উন্নত বাংলা গড়ার লক্ষ্যে মতামত চাওয়া হচ্ছে ভোটারদের কাছ থেকে। আর তাঁদের এইসব মতামতের ওপর ভিত্তি করেই বিজেপি তৈরি করবে তাদের নির্বাচনী ইস্তেহার।
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কিছুদিন আগেই এই কর্মসূচির উদ্বোধন করেন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই পূর্ব বর্ধমান থেকে হলদিয়া, বিজেপি কর্মীরা পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। তাঁরা মতামত নিচ্ছেন ভোটারদের।
বিজেপি নেতা সায়ন্তন বসুর বক্তব্য, ‘সাধারণ মানুষ বিজেপি-র কাছ থেকে আশা করেন এক উন্নততর বাংলা। যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি তাই চায় সাধার মানুষের মতামত নিয়ে এক সোনার বাংলা গড়তে।’
তৃণমূল নেতা তাপস রায়ের কটাক্ষ, ‘এর আগে বিজেপির এরকম সাজেশন বক্সের দরকার পড়েনি। কিন্তু এবার দরকার পড়ছে। সাধারণ মানুষ ওই সাজেশন বক্সে ১, ২, ৩, ৪ করে এটাই লিখবেন যে দয়া করে দেশটাকে বেচে দেবেন না। প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকা দেওয়া হোক। করোনা লকডাউন এর সময় দেশের যে অবস্থা হয়েছিল তা থেকে মুক্তি দেওয়া হোক। নোটবন্দির সেই সময়কার দুর্গতির কথা লিখবেন মানুষ। গ্যাস পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কথা লিখবেন মানুষ।’
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, প্রায় দু'লক্ষ বাক্স তৈরি করা হয়েছে। যেগুলি দেখতে ব্যালট বক্সের মতো। সাধারণ মানুষ যেভাবে ভোট দেন সেরকমভাবে তাঁদের মতামত দিচ্ছেন। এই দু'লক্ষ সাজেশন বক্স পাঠানো হয়েছে প্রতিটি জেলায়। এই বাক্স নিয়ে বিজেপি কর্মীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। এতে করে একদিকে যেরকম জনসংযোগ বাড়ছে সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচনী প্রচার হচ্ছে। সেই সঙ্গে মানুষের মনোভাব জানা সম্ভব হচ্ছে। আর মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়েই তৈরি হবে বিজেপি-র নির্বাচনী ইস্তেহার। বিজেপি সূত্রে এমনই জানা গিয়েছে। এই ইস্তেহারে বেকারদের চাকরি, পশ্চিমবঙ্গের শিল্প, নারী নিরাপত্তা এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নে কী লক্ষ্য ধরা হয়েছে, সেটা জানানো হবে বলে জানা গিয়েছে। আর এই ইস্তেহারের মাধ্যমেই বিজেপি দেখাবে তাদের সোনার বাংলা গড়ার স্বপ্ন।