সমীরণ পাল, খড়দা: ভোটের মুখে সরাসরি পুলিশকে হুমকি উত্তর ২৪ পরগনার খড়দার তৃণমূল প্রার্থীর। খড়দার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা বলেন, ‘আগামী দিনে আমার পার্টি অফিসের একটা চেয়ারও যদি ভাঙে, তাহলে পুলিশের মাথা ভেঙে দেব...৷’


সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। যদিও, ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


বিতর্কের মুখে পরে ক্ষমাপ্রার্থনা করেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। তবে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।


কোনও রাকঢাক না করেই সরাসরি পুলিশকে হুমকি দিলেন খড়দার তৃণমূল প্রার্থী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। সোমবার বিলকান্দার কর্মিসভায় পুলিশকে সরাসরি হুমকি দেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। তিনি বলেন, ‘আমার ছেলেরা মার খাবে আর আমি চুপ করে বসে থাকব, এত ভাল লোক আমি নই। পুলিশকে মনে রাখতে হবে ২ মে-র পর নির্বাচন কমিশন থাকবে না।’


এরাজ্যে তৃণমূল নেতাদের পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে কার্যত এই ভাষাতেই পুলিশকে হুমকি দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক হয়। তবে তারপরেও তৃণমূল নেতাদের পুলিশকে হুমকি বন্ধ হচ্ছে না।


এবার বিধানসভা ভোটের মুখে পুলিশকে নিশানা করলেন, খড়দার তৃণমূল প্রার্থী। আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরই, চাপের মুখে ক্ষমাপ্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। কাজল সিনহা বলেন, ‘আবেগতাড়িত হয়ে বলেছি। আমি ক্ষমাপ্রার্থী...৷’


মুকুল রায় তৃণমূলে থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন কাজল সিনহা। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর, তৃণমূলে ক্ষমতাবৃদ্ধি হয় কাজলের। সম্প্রতি তাঁকে খড়দা পুরসভার প্রশাসক পদে বসানো হয়। এবার তাঁকেই অর্থমন্ত্রী অমিত মিত্রর জায়গায় খড়দার প্রার্থী করেছে তৃণমূল। এবার সেই কাজল সিনহা পুলিশকে হুমকি দেওয়ায় নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাল্টা সাফাইয়ের সুর তৃণমূলের গলায়। 


সবমিলিয়ে ভোটের মুখে তৃণমূল প্রার্থীর মুখে পুলিশকে হুমকির ঘটনা আরও একবার ফিরিয়ে আনল সেই স্মৃতি।