অভিজিৎ চৌধুরি ও করুণাময় সিংহ, মালদা: পুরাতন মালদার মহিষবাথানে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেতার স্ত্রীও। দু’জনেই ভর্তি হাসপাতালে। যদিও বিজেপি-র অভিযোগ অস্বীকার শাসকদল। তৃণমূলের দাবি, রাস্তা নিয়ে বিবাদের জেরে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েন বিজেপি নেতা। ঘটনাক্রম নিয়ে উত্তপ্ত গোটা এলাকা।
গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল রাস্তা আটকে বিজেপির বুথ সভাপতিকে মারধর করে তৃণমূল কর্মীরা। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি নেতার স্ত্রীও। পরিবারের দাবি, এলাকায় দলীয় সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নেন বিজেপি নেতা। সেই কারণেই ভোটের মুখে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ।
যে দাবি নস্যাৎ করে দিয়েছে শাসক দল। তৃণমূলের দাবি, রাস্তা নিয়ে বিবাদের জেরে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েন বিজেপি নেতা। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই।