WB Election 2021 LIVE Updates: ‘ক্ষমতায় এলেই বাংলার প্রত্যেক গরিবের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা’, মেচেদায় অমিত শাহ
West Bengal Assembly Election 2021 LIVE Updates: মাতঙ্গিনী হাজরা, সুশীল ধাড়া, সতীশ সামন্তর মাটিতে এসে ধন্য হয়েছি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘২ মে দিদির হার নিশ্চিত। বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে। ছোট কৃষক, মৎস্যজীবীদের দুর্ঘটনায় ৩ লক্ষ টাকার বিমার ব্যবস্থা হবে। ক্ষমতায় এসেই বাংলার প্রত্যেক গরিবের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘গোটা এলাকায় আদিবাসী, মৎস্যজীবী সমাজ কাটমানির আতঙ্কে ভোগে। কোনও কাজ করতে হলে ভাইপোকে কমিশন দিতে হয়। এই সিন্ডিকেট রাজ, বাংলায় কাটমানির সন্ত্রাস তৈরি করেছে। কাটমানি-সিন্ডিকেট রাজ দূর করতে হলে বিজেপির শাসন চাই। বাংলায় মৎস্যজীবীদের কোনও সাহায্য মেলেনি। বিজেপি ক্ষমতায় এলে মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা দেবে।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘দিদি কে বাইবাই বলে দিন। মাতঙ্গিনী হাজরা, সুশীল ধাড়া, সতীশ সামন্তর মাটিতে এসে ধন্য হয়েছি। বিজেপি ক্ষমতায় এলে বর্গভীমা মন্দিরের সংরক্ষণ করা হবে। বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো ঠিক ভাবে হয় না। মমতা দিদির শাসনে পুজো করতে আদালতে যেতে হয়। ২ মে-র পর কারও ক্ষমতা হবে না দুর্গাপুজো বন্ধ করার।’
বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে প্রচারে গৌতম গম্ভীর। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বাঁকুড়ার সোনামুখী ও হুগলির চুঁচুড়ায় সভা প্রাক্তন ক্রিকেটারের।
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘জঙ্গলমহল বিকাশ বোর্ড তৈরি করবে বিজেপি। পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলায় শুধু হিংসার রাজনীতি। ১৩০ জন বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন। বাংলা হিংসামুক্ত করবে বিজেপি।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘দিদি খেলা হবে বলে আদিবাসীদের ভয় দেখাচ্ছেন। দিদির গুণ্ডাদের ভয় পাবেন না। বিজেপি ক্ষমতায় এলে দিদির একজন গুণ্ডাও ভয় দেখাতে পারবে না।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘ বিজেপি ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে শুদ্ধ পানীয় জল। সুবর্ণরেখা নদীর ওপর বাঁধ তৈরি করবে বিজেপি।’
নানুরের বাসাপাড়ায় বিজেপির মিছিলের পাল্টা মিছিল তৃণমূলের। ৩০ শতাংশ মুসলিম ইচ্ছা করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে। ফিরিয়ে আনতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি। বুধবার নানুরের মিছিল থেকে হুমকি দিলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম। এর আগে মঙ্গলবার ওই এলাকায় মিছিল করে বিজেপি।
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘পুরুলিয়াকে রেলের সঙ্গে যুক্ত করার জন্য বিজেপি বদ্ধপরিকর। জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করবে বিজেপি। বাংলা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া তখনই যাবে, যখন দিদি যাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মুল করতে দিদিকে হারানো প্রয়োজন। খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বার করবে বিজেপি।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘স্ক্যাম চাইলে দিদিকে ভোট দিন। স্কিম চাইলে নরেন্দ্র মোদিকে ভোট দিন। পুরুলিয়াকে রেলের সঙ্গে যুক্ত করার জন্য বিজেপি বদ্ধপরিকর। জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করবে বিজেপি।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘১২ কোটির বেশি গরিব মানুষকে গ্যাসের সিলিন্ডার দিয়েছে মোদি সরকার। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে মোদি সরকার। বিজেপি ক্ষমতায় এলে ১ বছরে ১৮ হাজার টাকা কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।’
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলায় বাড়ছে বেকারত্ব। প্রথমে বামেদের আমলে শিল্প বন্ধ হয়েছে। তৃণমূল বিনিযোগকারীদের বাংলা থেকে ভাগিয়ে দিয়েছে।’
নামখানার সভায় বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, একসময় বাংলাকে সম্প্রীতির রাজ্য মানা হতো। একসময় মাথাপিছু বাংলার আয় ছিল শীর্ষে। এখন তৃণমূল জমানায় সকলে চাকরি হারিয়েছেন। কেন্দ্রের টাকা রাজ্যবাসীকে দেয়নি টিএমসি। তৃণমূলের আমলে শুধুই গুণ্ডাগিরি। সাগরে বন্দর হল না কেন?
নামখানার সভায় বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এটা পবিত্র বঙ্গভূমি। এখানেই সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় জন্ম নিয়েছিলেন। বাংলার মাটিতেই জাতীয় সঙ্গীতের জন্ম।
রুপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায় পা রেখেই সরাসরি ভোটের ময়দানে পার্নো মিত্র। আজ শিবমন্দিরে পুজো দিয়ে বরানগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র।
অন্ডালের জামবাদে বিস্ফোরণে মৃত্যু তৃণমূল কর্মীর। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। গতকাল রাতের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মৃত ব্যক্তি তৃণমূলের কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা রাখতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির দেওয়াল লিখন ও প্রধানমন্ত্রী এবং সাংসদ নিশীথ প্রামাণিকের ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, ভোটের আগে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে শাসকদল। সকালে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি, গতকাল রাতে তুফানগঞ্জের নাককাটিগাছ এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে ঘাস-ফুল শিবির।
বাঁকুড়ার শালতোড়ায় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন। এরপর পুরুলিয়ার মানবাজার, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতেও রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।
সোনারপুরের খেয়াদায় বাড়ির সামনে আক্রান্ত তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, মিছিল চলাকালীন দলীয় কর্মী সুখলাল মিদ্যার উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পিস্তলের বাঁট দিয়ে তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
নানুরের সাঁতরা গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। গতকালই জেল থেকে মুক্তি পান বিজেপি কর্মী বচন মাঝি। এরপর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাজা বোমা। গেরুয়া শিবিরের অভিযোগ, বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ উড়িয়ে শাসক শিবিরের দাবি, গোটাটাই নাটক।
ওসি-এসপিকে অপসারণের দাবিতে থানায় রাতভর অবস্থান-বিক্ষোভে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি।
পুলিশের বিরুদ্ধে বালির গাড়ি আটকে তোলা আদায়ের অভিযোগ পিংলার বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যর। প্রতিবাদে প্রায় আড়াই ঘণ্টা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকর
দেওয়াল লিখন ঘিরে নিমতায় ধুন্ধুমার। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। প্রতিবাদে নিমতা থানা ঘেরাও বিজেপির। গভীর রাত পর্যন্ত থানার সামনে বিক্ষোভ। রাস্তা অবরোধ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসকদলের।
মোদি-অমিত শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। প্রচারে এসে সরকারি সুবিধে নেওয়ার অভিযোগ। উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা। যা করার করবে কমিশন, পাল্টা বিজেপি।
দেওয়াল লিখন ঘিরে বারাবনিতে ধুন্ধুমার। তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। সংঘর্ষ বাগনানেও, আহত দু’পক্ষের ৪, একাধিক বাড়ি ভাঙচুর। পিংলায় তৃণমূল নেতাকে মার।
মোদি-অমিত শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। প্রচারে এসে সরকারি সুবিধে নেওয়ার অভিযোগ। উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা। যা করার করবে কমিশন, পাল্টা বিজেপি।
দিনহাটায় নেতার মৃত্যুর সিবিআই তদন্ত চায় বিজেপি। দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে বিক্ষোভ। শুধুই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, খুনের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল। সকালের মধ্যে রিপোর্ট তলব কমিশনের।
ভোটের মুখে বিজেপি নেতার রহস্যমৃত্যুতে রণক্ষেত্র দিনহাটা। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির, উদয়নের পার্টি অফিস ভাঙচুর, বাড়িতেও বোমাবাজির অভিযোগ।
ধনেখালিতে নিজের কেন্দ্রেই প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। বিজেপির বিরুদ্ধে হেনস্থা করার পাল্টা অভিযোগ বিধায়কের। মানতে নারাজ গেরুয়া শিবির।
পুড়শুড়ায় ভোটের প্রচারে গিয়ে দলের সাংসদ-বিধায়কের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল প্রার্থী দিলীপ যাদব। যে বলেছে, তাকেই দায় নিতে হবে, পাল্টা অপরূপা।
সি ভোটারের চূড়ান্ত সমীক্ষায় ম্যাজিক ফিগার পেরোতে পারে তৃণমূল। জিততে পারে ১৫২ থেকে ১৬৮টি আসন। বিজেপি পেতে পারে ১০৪ থেকে ১২০। সংযুক্ত মোর্চার ১৮ থেকে ২৬টি আসন পাওয়ার ইঙ্গিত।
প্রেক্ষাপট
প্রথম দফার ভোটের আগে আজ বিজেপির পরপর মেগা র্যালি। বাঁকুড়া, পুরুলিয়া, পঃ মেদিনীপুরে মিঠুন, পুরুলিয়া-বিষ্ণুপুর-তমলুকে অমিত শাহ। জয়নগর, চন্ডীতলায় রাজনাথ। সাগর-নন্দীগ্রামে যোগী আদিত্যনাথ।
সি ভোটারের চূড়ান্ত সমীক্ষায় ম্যাজিক ফিগার পেরোতে পারে তৃণমূল। জিততে পারে ১৫২ থেকে ১৬৮টি আসন। বিজেপি পেতে পারে ১০৪ থেকে ১২০। সংযুক্ত মোর্চার ১৮ থেকে ২৬টি আসন পাওয়ার ইঙ্গিত।
পুড়শুড়ায় ভোটের প্রচারে গিয়ে দলের সাংসদ-বিধায়কের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল প্রার্থী দিলীপ যাদব।যে বলেছে, তাকেই দায় নিতে হবে, পাল্টা অপরূপা।
ধনেখালিতে নিজের কেন্দ্রেই প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। বিজেপির বিরুদ্ধে হেনস্থা করার পাল্টা অভিযোগ বিধায়কের। মানতে নারাজ গেরুয়া শিবির।
ভোট শুরুর ৩দিন আগে নিষ্ক্রিয় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা। পদে থাকলেও, ভোট চলাকালীন কোনও ক্ষমতা ব্যবহার করতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যসচিব।
ভোটের মুখে বিজেপি নেতার রহস্যমৃত্যুতে রণক্ষেত্র দিনহাটা। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির, উদয়নের পার্টি অফিস ভাঙচুর, বাড়িতেও বোমাবাজির অভিযোগ।
দিনহাটায় নেতার মৃত্যুর সিবিআই তদন্ত চায় বিজেপি। দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে বিক্ষোভ। শুধুই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, খুনের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল। সকালের মধ্যে রিপোর্ট তলব কমিশনের।
দেওয়াল লিখন ঘিরে বারাবনিতে ধুন্ধুমার। তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। সংঘর্ষ বাগনানেও, আহত দু’পক্ষের ৪, একাধিক বাড়ি ভাঙচুর। পিংলায় তৃণমূল নেতাকে মার।
ওন্দার সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ফের বিস্ফোরক মমতা। অভিযোগ উড়িয়ে পাল্টা ভোটের সময় প্রতিশ্রুতি নিয়েই প্রশ্ন বিজেপির। মমতাকে নিয়ে বেলাগাম দিলীপ। এটাই ওদের কাছে প্রত্যাশিত, পাল্টা আক্রমণে মহুয়া। রিপোর্ট চাইল কমিশন।
কাঁথিতে মোদির মঞ্চে শিশির-শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের মাটিতেই পরিবর্তনের সূচনার হুঙ্কার। দু-একটা গদ্দার গিয়েছে বিজেপিতে। ভালই হয়েছে, বিষ্ণুপুরে পাল্টা আক্রমণে মমতা।
মোদি-অমিত শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। প্রচারে এসে সরকারি সুবিধে নেওয়ার অভিযোগ। উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা। যা করার করবে কমিশন, পাল্টা বিজেপি।
ভোটের মুখে ভাইরাল অডিও ক্লিপ এনে বিজেপিকে নিশানা কংগ্রেসের।টাকার বিনিময়ে প্রার্থী, দিলীপ-কৈলাসের বিরুদ্ধে যৌন কেচ্ছার অভিযোগ। এভাবে টিকিট পাওয়া যায় না, অভিযোগ উড়িয়ে দাবি বিজেপির।
প্রথম দফার ৩দিন আগে শিলিগুড়িতে কমিশনের ফুল বেঞ্চ। ভোটে অশান্তি রুখতে রাজ্যে ৫৪জন পুলিশ পর্যবেক্ষক। ডিএম, এসপির রিপোর্ট তলব। দুর্ব্যবহারের অভিযোগে অপসারিত পুরুলিয়ার পর্যবেক্ষক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -