WB Election 2021 LIVE Updates: রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ‘নিষ্ক্রিয়’ করল সরকার
West Bengal Assembly Election 2021 LIVE Updates: শিয়রে ভোট, প্রচারে জোর সব প্রার্থীর
দেওয়াল লিখন ঘিরে ধুন্ধুমার নিমতায়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন। প্রতিবাদে নিমতা থানা ঘেরাও বিজেপির। সূত্রের খবর, থানার গেট ভাঙচুরের চেষ্টা। এম বি রোড অবরোধ বিজেপির।
ভোটের মুখে রাজ্য নিরাপত্তা উপদেষ্টাকে ‘নিষ্ক্রিয়’ করল সরকার। ‘পদে থাকলেও, ভোটের সময় ক্ষমতা ব্যবহার করতে পারবেন না’। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যসচিব। ভোটের সময় সুরজিৎ কর পুরকায়স্থকে ‘নিষ্ক্রিয়’ করল সরকার। ডিজির পদে অবসরের পরে ১ জুন, ২০১৮ থেকে নিরাপত্তা উপদেষ্টা। ২০১৮ থেকে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ।
ভোটের প্রার্থী হতেই মুকুল রায়ের নিরাপত্তা বৃদ্ধি। জেড ক্যাটিগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন মুকুল। এতদিন ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন মুকুল। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়।
বাগনানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। বিজেপির মিছিল শেষে ‘কটূক্তি’ তৃণমূলের। প্রতিবাদ করায় হামলার অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা অভিযোগ তৃণমূলের। সংঘর্ষে আহত দু’পক্ষের ৪, ১৫টি বাড়ি ভাঙচুর।
কলকাতায় এলেন রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা। প্রচারে কী পরিকল্পনা? কী ভাবছেন বঙ্গ ভোটের ব্যাটেল ফিল্ড নিয়ে?
মনোনয়ন জমা দিলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু। বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে থেকে হুডখলা গাড়ি নিয়ে মিছিল করেন তিনি। তারপর রোড এসডিও অফিসে মনোনয়ন জমা দেন। এদিনই মনোনয়ন জমা দিলেন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। মনোনয়ন দিলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘৬০ বছর বয়স হলে আড়াই লক্ষ টাকা পাচ্ছেন। পুরোহিত, মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হচ্ছে। বিজেপি জিতে গিয়ে মাথার ওপর ছুরি ঘোরাচ্ছে। পা-ও চোট করে দিয়েছে, কিন্তু আমি ভাঙি তাও মচকাই না। একটু হাতা-খুন্তি ঘোরান। বাসে করে লোক নিয়ে আসছে, বলছে গ্রাম দখল কর। ঝাড়ু, হাতা, খুন্তি নিয়ে থাপ্পড় মারুন, তাড়ান।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘কৃষকদের ১ একর জমি প্রতি টাকা দিই। ১৮ বছর বয়স থেকে এবার সব বিধবাদের ভাতা দেওয়া হবে। শিক্ষক, চিকিৎসক দ্বিগুণ করে দেব। ক্ষমতায় এলে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫ লক্ষ চাকরি দেবে সরকার।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘মমতাকে গালি দিয়ে লাভ নেই। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, বিনা পয়সায় রেশন আমাদের সরকার করেছে। ভোট না দিলে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে। ভোট দিলে বিনা পয়সায় খাদ্য দেব, দুয়ারে রেশন দেব। পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে। ধার নিয়ে পড়াশোনা করবে, পরে অল্প সুদে টাকা শোধ করবে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘বিজেপি সব নেতাদের নিয়ে বাংলায় পড়ে আছে। কোটি কোটি টাকা খরচ করছে। কাল দেখলাম বিজেপি নেতা বলছে, খরচ করে দেব। বলুন, ওদের খরচা করে দেব। টাকা দিয়ে ভোট দেবেন না, পাপ হবে। ওদের টাকা পাপের টাকা। ভোটের আগে টাকা নিয়ে নামবে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, বহিরাগত গুন্ডা কাদের বলি? উত্তরপ্রদেশের গুন্ডাদের সাজিয়ে পাঠাচ্ছে। কপালে তিলক কেটে, পান চিবোতে চিবোতে বাংলার সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। বহিরাগত গুণ্ডা কারা? উত্তরপ্রদেশের পুলিশ আজ চাকরি ছেড়ে দিচ্ছে বিজেপির অত্যাচারে। কত মেয়েকে পুড়িয়ে দিয়েছে। বাবা-মাকে অত্যাচার করতে গেছে। বাঁকুড়ায় এসে পাঁচতারা হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে বলছে তফশিলিদের বন্ধু। তফসিলি, আদিবাসী, সংখ্যালঘুদের অত্যাচার করো তোমরা।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘বিজেপি বলছে সপ্তম পে কমিশন হবে। অথচ সব বেসরকারি হাতে তুলে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। বিজেপি দুর্যোধন, দুঃশাসনের দল, সিপিএম বিজেপিকে নিয়ে এসেছে। আমাদের দু-একটা গদ্দার বিজেপিতে গেছে। যাও চলে যাও, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। ২৯১ আসনেই আমাকে ভোট দিন।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদিকে গ্যাসও বিনামূল্যে দিতে হবে। বিজেপির প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকা পেয়েছেন? আমি যা বলেছি, সেটা করেছি, বিজেপি কিছুই করতে পারেনি। নরেন্দ্র মোদির মতো মিথ্যে কথা আমরা বলি না।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘কীসে রান্না করেন, কেরোসিন না গ্যাসে। কেরোসিন পাওয়া যাচ্ছে না। গ্যাস ছিল দু’শো টাকা, হল ন’শো টাকা। ভোট পাওয়ার জন্য একশো টাকা কমাবে। তারপর বাড়িয়ে দেবে। চাল ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন? কোনটা করবেন? দু’টো গ্যাসের দাম আঠেরোশো টাকা। পাঁচ হাজার টাকা মাইনে পেলে গ্যাসেই আঠেরোশো চলে গেল। বলুন, গ্যাস বিনা পয়সায় দিতে হবে, তারপর ভোট চাও।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘কৃষকরা রাস্তায় পড়ে আছে। পেরেক পুঁতেছে যাতে হাঁটতে না পারে। মোদির তিনটে সিন্ডিকেট। একটা অমিত শাহ, একটা মোদি, একটা আদানি। সব লুঠ করে নিয়ে যাবে। শুধু মোদি খাবে, অমিত শাহ খাবে, আর আদনি খাবে। বাংলার মানুষ কেঁদে বেড়াবে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চেয়ার আগে সম্মান করতাম। মোদির মতো এত বড় মিথ্যাবাদী আমি দেখিনি। বহিরাগত গুণ্ডা কারা? উত্তরপ্রদেশের পুলিশ আজ চাকরি ছেড়ে দিচ্ছে বিজেপির অত্যাচারে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। এরপর ওন্দা, তারপর বাঁকুড়াতেই সভা তৃণমূলনেত্রীর। তিনি বলেন, ‘সেল্ফ স্বনির্ভর প্রকল্পের মেয়েরা আমার গর্ব। ‘বিষ্ণুপুর আগামি দিনে অনেক নাম করবে। স্বনির্ভর প্রকল্পের মহিলাদের কম সুদে ঋণ দেয় সরকার।’
নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, ‘২০৯ জন সাধারণ পর্যবেক্ষক, ৫৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।‘
নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, ‘কোভিড বিধি মেনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর কমিশন। সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র একতলায় হবে।‘
টালিগঞ্জে এবার যৌথ মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। আজ সকালে কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কেওড়াপুকুরে প্রচার করেন তিনি। পায়ে হেঁটে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছেন রিঙ্কু নস্কর। যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি। আজ সকালে পাটুলিতে কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে প্রচার করেন তিনি। পায়ে হেঁটে কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে।
কোচবিহারের দিনহাটায় বিজেপির শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় আজ সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, পরিকল্পতভাবে খুন করা হয়েছে মণ্ডল সভাপতিকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ দেহ নামাতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেন। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
সিপিএম- তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি। সিপিএমের অভিযোগ, গতকাল রাতে ঘটি হারানিয়া এলাকায় তাদের পথসভা চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ও বোমাবাজি করে। নলগড়া পঞ্চায়েত প্রধানের স্বামী হালিম সর্দার বোমাবাজিতে আহত হয়েছেন। তাঁকে রায়দিঘি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, গতকাল রাতে দলীয় সভা চলাকালীন সিপিএম নেতা হালিম সর্দারের নেতৃত্বে হামলা হয়। তৃণমূলের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়। আহত কর্মীকে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তৃণমূলের দাবি।
বীরভূমের নানুরে বিজেপি কর্মীদের মারধর, বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, নানুরের কুড়গ্রাম এলাকায় ৭-৮টি গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। বোমাবাজি করা হয়। অভিযোগ, হামলা হয় বিজেপি কর্মীদের বাড়িতেও। ঘটনাকে ঘিরে উত্তপ্ত নানুর। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বীরভূমের নানুর বিধানসভা এলাকার বেজরা গ্রাম থেকে উদ্ধার হল বেশ কিছু তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, আজ সকালে এলাকায় ঝোপের মধ্যে একটি ড্রামে ২০টি তাজা বোমা দেখা যায়। স্থানীয়রাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রেখে খবর দেয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
বিস্ফোরণে শিশুমৃত্যুর রেশ কাটতে না কাটতেই, এবার রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়াল বর্ধমানের পালিতপুরে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠেছে। শাসক দলের অভিযোগ, গতকাল সন্ধেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের দুই কর্মীকে বেধড়ক মারধর করে। বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে আহত দুই তৃণমূল কর্মীকে। যদিও হামলার ঘটনার কোনও দায় নিতে চায়নি গেরুয়া শিবির।
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। গতকাল রাতে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, কেয়ারানা বাজারে তৃণমূলের একটি পথসভা ছিল। সভার পরে বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এসে মাইক, চেয়ার, টেবিল ভাঙচুর করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
মুর্শিদাবাদের সুতিতে কংগ্রেস প্রার্থীকে পছন্দ না হওয়ায়, দলে ভাঙন। কংগ্রেস ছাড়লেন ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি সহ তাঁদের বেশ কয়েকজন অনুগামী। তাঁরা নির্দল প্রার্থীকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। প্রার্থী অসন্তোষে কংগ্রেসের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ রঘুনাথগঞ্জে। রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্যসড়কে প্রতীকী অবরোধ কংগ্রেস কর্মীদের। সুতি কেন্দ্রে, সংযুক্ত মোর্চার সমর্থনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন হুমায়ুন রেজা। রঘুনাথগঞ্জে সংযুক্ত মোর্চার সমর্থনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আবুল কাসেম।
২৭ মার্চ প্রথম দফার ভোটের দিন বাংলায় প্রার্থী তালিকা প্রকাশ করবে মিম। সাগরদিঘিতে সভা। আব্বাস সিদ্দিকির সঙ্গে আলোচনার পরেই প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত, জানালেন ওয়েসি।
আজ কাঁথিতে মোদি, বাঁকুড়ায় মমতা। প্রথম দফার ভোটের আগেই প্রচারে মিঠুন। বৃহস্পতিবার বাঁকুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে পরপর সভা। ৩০ তারিখ থাকছেন নন্দীগ্রামে শুভেন্দুর র্যালিতে।
"ভাইপোকেই মুখ্যমন্ত্রী করতে চান মমতা।" গোসাবার সভা থেকে ফের আক্রমণে অমিত শাহ। মেদিনীপুরে রোড শো। অভিষেককেই তো ভয় বিজেপির, পাল্টা পার্থ।
কাঁথিতে অধিকারী-ভবনের গা ঘেঁষে অভিষেকের রোড শো। বললেন, ২ মে বিজেপির খেলা শেষ। "তৃণমূল বলে কিছু থাকবে না", শিশিরের পাল্টা।
বাংলায় ম্যাজিক ফিগার পাচ্ছে না কেউই, ইঙ্গিত সিএনএক্সের চূড়ান্ত সমীক্ষায়। তৃণমূল নামতে পারে ১৩৬ থেকে ১৪৬-এ। আসন বাড়িয়ে বিজেপি পেতে পারে ১৩০-১৪০। ১৪ থেকে ১৮-য় সংযুক্ত মোর্চা।
প্রেক্ষাপট
আজ কাঁথিতে নরেন্দ্র মোদির জনসভা। বাঁকুড়ার তিন জায়গায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাংলায় ম্যাজিক ফিগার পাচ্ছে না কেউই, ইঙ্গিত সিএনএক্সের চূড়ান্ত সমীক্ষায়। তৃণমূল নামতে পারে ১৩৬ থেকে ১৪৬-এ। আসন বাড়িয়ে বিজেপি পেতে পারে ১৩০-১৪০। ১৪ থেকে ১৮-য় সংযুক্ত মোর্চা।
"বিজেপি-শাসিত রাজ্য থেকে পুলিশ পাঠিয়ে বাংলায় ভোট দখলের চেষ্টা।" পুরুলিয়ার সভা থেকে বিস্ফোরক মমতা। সবকিছুতেই ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা অর্জুন।
কাঁথিতে অধিকারী-ভবনের গা ঘেঁষে অভিষেকের রোড শো। বললেন, ২ মে বিজেপির খেলা শেষ। "তৃণমূল বলে কিছু থাকবে না", শিশিরের পাল্টা।
"ভাইপোকেই মুখ্যমন্ত্রী করতে চান মমতা।" গোসাবার সভা থেকে ফের আক্রমণে অমিত শাহ। মেদিনীপুরে রোড শো। অভিষেককেই তো ভয় বিজেপির, পাল্টা পার্থ।
টাকার টোপ দেওয়ার অভিযোগে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। ভারত সরকারের স্টিকার দেওয়া গাড়িতে টাকা বিলির অভিযোগ মমতার। প্রমাণ থাকলে ধরুন, পাল্টা বিজেপি।
বর্ধমানের পালিতপুরে আক্রান্ত তৃণমূল। কেশপুরে বিজেপি কর্মীদের উপর হামলা। ময়নায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। খেজুরিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী। গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টার অভিযোগ।
আজ কাঁথিতে মোদি, বাঁকুড়ায় মমতা। প্রথম দফার ভোটের আগেই প্রচারে মিঠুন। বৃহস্পতিবার বাঁকুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে পরপর সভা। ৩০ তারিখ থাকছেন নন্দীগ্রামে শুভেন্দুর র্যালিতে।
বালুরঘাটে বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। রাসবিহারীতে প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা। চৌরঙ্গী, বেলগাছিয়ায় শিখা, তরুণ সাহার বদলি প্রার্থী। মতুয়া ক্ষোভ-সামলাতে গাইঘাটায় সুব্রত ঠাকুর।
২৭ মার্চ প্রথম দফার ভোটের দিন বাংলায় প্রার্থী তালিকা প্রকাশ করবে মিম। সাগরদিঘিতে সভা। আব্বাস সিদ্দিকির সঙ্গে আলোচনার পরেই প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত, জানালেন ওয়েসি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -