WB Election 2021 LIVE Updates: নন্দীগ্রামে মমতার কনভয় লক্ষ্য করে ফের জয় শ্রীরাম স্লোগান

West Bengal Assembly Election 2021: নন্দীগ্রামে ভোটের মুখে ফিরেছে ১৪ বছর আগেকার গুলিকাণ্ডের স্মৃতি। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিকারী পরিবারের চরম সংঘাত বেধেছে। এরইমধ্যে নন্দীগ্রামে ভোটের আগে শিল্পায়ন ইস্যুতে রাজ্যের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Mar 2021 07:30 AM

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের আগে তুঙ্গে প্রচার। তৃণমূল-বিজেপি চাপানউতোর হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও। নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক। নন্দীগ্রামের প্রচারে ঘরের ছেলে ইমেজ তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি...More

WB Election 2021: অপসারিত মহিষাদলের সিআই, সরলেন হলদিয়ার এসডিপিও

ভোটের ঠিক আগে অপসারিত মহিষাদলের সিআই। হলদিয়ার এসডিপিও-কেও সরাল নির্বাচন কমিশন। বিচিত্রবিকাশ রায়ের জায়গায় নতুন সিআই শীর্ষেন্দু দাস। বরুণ বৈদ্যের জায়গায় নতুন এসডিপিও উত্তম মিত্র। ভোটের কাজে পক্ষপাতের অভিযোগে অপসারিত। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না ২ পুলিশ অফিসার।