সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় কুমড়ো হাতে নাচ তৃণমূল নেতা মদন মিত্রের। মঞ্চেই কুমড়ো কাটলেন মদন মিত্র। মদন মিত্রের নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হল।‘ভাটপাড়ায় খেলা শুরু আজ থেকেই’, মিউজিক ভিডিও প্রকাশ করে বললেন মদন মিত্র। খেলা শুরু তিনি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন মদন মিত্র।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ অবশ্য মদন মিত্রর এই মন্তব্যকে কোনও গুরুত্ব দেননি। তিনি বলেছেন, ‘এ ধরনের কথাবার্তাকে গুরুত্ব দেন না ভাটপাড়ার মানুষ। মদন মিত্র আগেই আমার ছেলের কাছে হেরেছেন। আমরা মদন মিত্রকে জোকার বলেই মনে করি’।
ভোটের মুখে গায়কের ভূমিকায় দেখা যাচ্ছে নেতাদের। এরইমধ্যে দলত্যাগীদের নিশানা করে মিউজিক ভিডিও প্রকাশ করলেন মদন মিত্র।
কয়েকদিন আগেই দলত্যাগীদের কটাক্ষ করে এবার মিউজিক ভিডিও করেছেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন, "কোটি কোটি টাকার কুমড়ো কিনছে বিজেপি । এদিকে কৃষকদের হাতে চাল না দিয়ে চাল কুমড়োও দিচ্ছে না। কোটি কোটি কৃষক না খেতে পেয়ে মরছে। আর অন্ধকার রুমে বিল পাশ করিয়ে নিচ্ছে একতরফা।"
‘কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল...সঙ্গে কিছু ঢ্যাঁড়স মুলো...ও লাভলি...ও লাভলি...!’হাতে কুমড়ো নিয়ে গলায় এমনই গান গেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এভাবেই দলবদলকারীদের কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, ভোটের আগে শুভেন্দু অধিকারী, সুনীল মন্ডল সহ বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল শুরু থেকেই দলত্যাগীদের আক্রমণ করেছে। ভোটের আগে বিভিন্ন নেতাদের এভাবে গেরুয়া শিবিরে সামিলের ঘটনাকে কটাক্ষ করতেই গান বেঁধেছেন মদন মিত্র।
ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে জিতেছিলেন। পরে ভাটপাড়া আসনের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মদন মিত্র। ওই ভোটে তিনি হেরে যান।
বিধানসভা ভোটের মুখে অর্জুন সিংহকে ভাটপাড়ায় জোর টক্কর দিয়ে সচেষ্ট মদন মিত্র। এবার কাঁকিনাড়ায় নতুন মিউজিক ভিডিও প্রকাশ করে কুমড়ো হাতে নাচলেন তিনি।