হলদিয়া: ‘আজ আমি মনোনয়ন জমা দিলাম। আমার প্রস্তাবক চারজন। প্রস্তাবকের তালিকায় শহিদ পরিবারের মেয়ে। শেখ সুফিয়ান আমার নির্বাচনী এজেন্ট। আজ আমি নন্দীগ্রামে ফিরব, কাল কলকাতায় যাব। নিজের নাম ভুললেও নন্দীগ্রাম ভুলব না। আশা করব নন্দীগ্রামের মানুষ খুশি,’ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র নন্দীগ্রাম। আজ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নন্দীগ্রামে শিবমন্দিরে পুজো দেন তিনি। তারপর চলে যান হলদিয়ায়। সেখানে থেকে রোড শো করে তিনটেয় হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, আজই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সকালেই নন্দীগ্রামে পৌঁছে যান তিনি। নন্দীগ্রামে রোড শো করেন বিজেপি প্রার্থী। এই কেন্দ্রে এখনও সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি। সূত্রের খবর, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থীর নামও আজ ঘোষণা করা হতে পারে। তবে নন্দীগ্রাম আসনটি বামেদের ছেড়ে দিয়েছে আইএসএফ। এই আসনে তারা প্রার্থী দেবে না বলে জানিয়েছে।
অন্যদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার আগে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা এলাকার একাধিক তৃণমূল নেতা দল ছাড়ার কথা ঘোষণা করলেন। প্রার্থী নিয়ে ক্ষোভ জানিয়ে, গতকাল রাতে সাংবাদিক বৈঠকে দল ছাড়ার কথা ঘোষণা করেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামল পাড়িয়াল সহ একাধিক তৃণমূল নেতা। পশ্চিম পাঁশকুড়া আসনে এবার তৃণমূল প্রার্থী করেছে ফিরোজা বিবিকে। ওই প্রার্থী নিয়েই আপত্তি জানিয়ে দলত্যাগের সিদ্ধান্ত জানান একাধিক তৃণমূল নেতা।