অর্ণব মুখোপাধ্যায়, বিজেন্দ্র  সিংহ ও দীপক ঘোষ: জল্পনায় জল। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন না মিঠুন চক্রবর্তী।


আজ কয়েকটি আসনে প্রার্থী তালিকায় অদলবদল করে গেরুয়া শিবির। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তরুণ সাহার পরিবর্তে প্রার্থী হলেন শিবাজি সিংহ রায়। মিঠুন চক্রবর্তী এই কেন্দ্রের ভোটার হওয়ায় তাঁর প্রার্থী হওয়ার জল্পনা তৈরি হয়েছিল। আপাতত সব জল্পনার অবসান ঘটল। 


৭ মার্চ নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী! আর গত পরশু, রবিবার, কলকাতার ভোটার হন বাঙালিবাবু। কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার কার্ড তৈরি করেন মিঠুন।


কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পাইকপাড়া। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার এই এলাকাতেই মিঠুন চক্রবর্তীর এক বোনের বাড়ি রয়েছে। এই ঠিকানাতেই ভোটার কার্ডের জন্য আবেদন করেন তিনি। বোনের বাড়ির ঠিকানায় মিঠুন বসন্ত চক্রবর্তীর নামে ভোটার কার্ড তৈরি হয়। 


এরপরই জল্পনা শুরু হয়, তাহলে কি বাংলায় বিজেপির মুখ হতে পারেন মহাগুরু?


কাশীপুর বেলগাছিয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এরপরই গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির হয়ে ভোটে লড়ার প্রশ্নই ওঠে না। সেই থেকে ওই কেন্দ্রে বিজেপির কোনও প্রার্থী ছিল না। যা মিঠুনের প্রার্থী হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করে। 



ওই কেন্দ্রেরই ভোটার হন মহাগুরু। আগামীদিনে কি তাঁকে দেখা যেতে পারে কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী হিসেবেও? সেই নিয়ে বেশ কিছুদিন  তুঙ্গে ছিল জল্পনা। কিন্তু, এদিন সব জল্পনার অবসান হয়। 


অন্যদিকে, জেপির প্রার্থী তালিকায় মতুয়া প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। 


নিউটাউনের হোটেলে অমিত শাহর সঙ্গে শান্তনু ঠাকুরের গতকালের বৈঠকের পর প্রার্থী তালিকায় বদল। গাইঘাটায় বিজেপির প্রার্থী হলেন মঞ্জুলকৃষ্ণের আরেক ছেলে সুব্রত ঠাকুর। 


একইসঙ্গে বনগাঁ উত্তর ও বাগদা আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। বাগদায় বিজেপির প্রার্থী হয়েছেন বনগাঁ উত্তরের বিদায়ী বিধায়ক তৃণমূলত্যাগী বিশ্বজিৎ দাস। 


বনগাঁ উত্তরে প্রার্থী করা হয়েছে অশোক কীর্তনিয়াকে। বালুরঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। প্রার্থী বদল করা হয়েছে চৌরঙ্গি কেন্দ্রে। শিখা মিত্রর পরিবর্তে বিজেপির প্রার্থী হলেন দেবব্রত মাঝি।


এছাড়াও, কালিম্পং, কার্শিয়ং ও দার্জিলিঙেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।