মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: মোদি-অমিত শাহ-নাড্ডার পর এবার রাজ্যে আসছেন রাজনাথ সিংহ। পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি শুক্রবার বালুরঘাটে জনসভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ দিনাজপুরে ৬-০ গোল দেব, হুঁশিয়ারি বালুরঘাটের বিজেপি সাংসদের। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল।
হাইভোল্টেজ বিধানসভা ভোটে নবান্ন দখল করতে মরিয়া পদ্ম শিবির। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চাইছেন তাঁরা। যা নিয়ে উত্তরবঙ্গে তুঙ্গে শাসক-বিরোধী বাগযুদ্ধ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে শুরু হয় বিজেপির পরিবর্তনযাত্রা। কুশমণ্ডী, বুনিয়াদপুর, হরিরামপুর হয়ে কর্মসূচি শেষ গঙ্গারামপুরে। বিজেপি সূত্রে খবর, শুক্রবার বালুরঘাটে রথযাত্রায় থাকবেন হেভিওয়েট বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
পরে বালুরঘাট হাইস্কুলের মাঠে জনসভা করবেন। এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বিজেপির যুব মোর্চা। গত কয়েক দিন ধরে বালুরঘাটের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আর নয় অন্যায়-এর লিফলেট বিলি করেন তাঁরা। দক্ষিণ দিনাজপুরের বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন, কাল বালুরঘাটে পরিবর্তন যাত্রা ও রাজনাথ সিংহের সভা রয়েছে। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি। যাতে মানুষ পরিবর্তন যাত্রা ও রাজনাথের সভাতে অংশগ্রহণ করেন ৷
আসন্ন বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরে ভোটের ফল ৬-০ হবে বলে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন বালুরঘাটের বিজেপির সাংসদ। পাল্টা জবাব দিয়েছে ঘাস-ফুল শিবিরও। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমাদর বলেন, জেলায় ৬ আসন রয়েছে। ৬-০ গোল দেব আমরা। পরিবর্তন যাত্রায় মানুষ আমাদের সঙ্গে রয়েছে ৷ বালুরঘাটের তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সুভাষ চাকি জানান, ১৯-এ লোকসভা ভোটে জেতার পর বিজেপি ধরেই নিয়েছিল দক্ষিণ দিনাজপুরে তাঁদের শক্ত ঘাঁটি। কিন্তু গত ৭ জানুয়ারি অভিষেকের সভায় জনসমাগম থেকে তাঁরা বুঝে গিয়েছে যে মানুষ তাঁদের সঙ্গে নেই। সেই কারণে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের এনে মানুষকে তাঁদের দিকে ফেরাতে চাইছে। এতে লাভ হবে না। মানুষ তৃণমূলকেই চায়। উন্নয়ন চায়।
২০১৯-এর লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। লোকসভা ভোটের নিরিখে জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টিতে বিজেপি ও ৩টি তৃণমূল এগিয়ে রয়েছে।