অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের সারংপট্টিতে বিজেপি ও তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ। আহত দু’দলের ৪ সমর্থক। কান কাটল এক টিএমসিপি সমর্থকের। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে শাসক ও বিরোধী, দুই দলই।
বিজেপি বনাম তৃণমূল ছাত্র পরিষদ। গেরুয়া শিবির ও তৃণমূলের ছাত্র সংগঠনের সংঘর্ষে বুধবার উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার। ধারাল অস্ত্রের আঘাতে কান কাটল এক টিএমসিপি সদস্যের। আরেক সদস্যের হাতে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে, মারধরে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের বেশ কয়েকজন। মঙ্গলবার রাতে, আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সারংপট্টি এলাকায় বিজেপি ও টিএমসিপির মধ্যে অশান্তি বাঁধে।
TMCP-র দাবি, তাঁদের সদস্যরা ভোটের প্রচার সেরে ফেরার পথে, হামলা চালায় বিজেপি কর্মীরা। জয়ন্ত রায় নামে এক TMCP সদস্যের কানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ভাইকে বাঁচাতে ছুটে আসেন দাদা অরূপ রায়। অভিযোগ, তাঁর হাতেও কোপ মারে বিজেপি কর্মীরা। গুরুতর জখম হন তিনি। হাতে বেশ কয়েকটি সেলাই পড়ে।
অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে, তাঁদের কর্মীদের ওপরই হামলা চালায় তৃণমূল। মারধরে মাথা ফাটে এক কর্মীর। পিঠে আঘাত লাগে। আগামী ১০ এপ্রিল আলিপুরদুয়ারে ভোট। তার আগে এই রাজনৈতিক অশান্তি। হামলার অভিযোগে আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানিয়েছে TMCP।
ভোটের মধ্যে অব্যাহত রাজনৈতিক হিংসা। বীরভূমের নানুরে বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমোদপুরে একে অপরের বিরুদ্ধে পতাকা খুলে দেওয়ার অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। অন্যদিকে, হাবড়ায় আক্রান্ত আইএসএফ।
লাল মাটির জেলা বীরভূমের দিকে দিকে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। কোথাও বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তো কোথাও পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে বিবাদে জড়াল তৃণমূল-বিজেপি। আবার হাবড়ায় পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল-আইএসএফ। শেষ অর্থাৎ অষ্টম দফায়, ২৯ এপ্রিল বীরভূমে ভোটগ্রহণ। কিন্তু তার ঢের আগে থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত রবি ঠাকুর, কবি জয়দেবের জেলা। নানুর বিধানসভা এলাকার গোপডিহি গ্রামে বিজেপির এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, ভোটের আগে ভয় দেখাতে একাজ করেছে শাসক দল।