সমীরণ পাল ও গোপাল চট্টোপাধ্যায়: ভোটের মধ্যে অব্যাহত রাজনৈতিক হিংসা। বীরভূমের নানুরে বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমোদপুরে একে অপরের বিরুদ্ধে পতাকা খুলে দেওয়ার অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। অন্যদিকে, হাবড়ায় আক্রান্ত আইএসএফ।


লাল মাটির জেলা বীরভূমের দিকে দিকে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। কোথাও বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তো কোথাও পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে বিবাদে জড়াল তৃণমূল-বিজেপি। আবার হাবড়ায় পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল-আইএসএফ। শেষ অর্থাৎ অষ্টম দফায়, ২৯ এপ্রিল বীরভূমে ভোটগ্রহণ। কিন্তু তার ঢের আগে থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত রবি ঠাকুর, কবি জয়দেবের জেলা। নানুর বিধানসভা এলাকার গোপডিহি গ্রামে বিজেপির এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, ভোটের আগে ভয় দেখাতে একাজ করেছে শাসক দল।


অন্যদিকে, এই জেলারই লাভপুরের আমোদপুরের দু’জায়গায় পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বচসায় জড়িয়ে পড়ে যুযুধান দুই দল। বুধবার সকালে বিজেপির বেশ কিছু পতাকা পুকুরের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। গেরুয়া শিবিরের দাবি, রাতের অন্ধকারে তৃণমূলই পতাকা খুলে ফেলেছে। তবে প্রতিপক্ষের অভিযোগ উড়িয়ে, শাসক দলের পাল্টা দাবি, বিভিন্ন জায়গায় তাদেরই পতাকা খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।


গত ২৭ মার্চ রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে হয়ে গিয়েছে তিন দফায় ভোটগ্রহণ। কিন্তু ভোট চলাকালীন রাজ্যজুড়ে দিকে দিকে হিংসার ছবি। মহিলা কর্মীকে মারধর থেকে পতাকা খুলে দেওয়া নিয়ে সংঘর্ষের অভিযোগ। রাজ্যজুড়ে কার্যত ঘটনার ঘনঘটা। পতাকা টাঙানোকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার হাবড়াও। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ সরাই গ্রামে পতাকা টাঙানোর সময় আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল। আইএসএফ-এর অভিযোগ, হামলায় তাদের ৪ জন কর্মী আহত হয়েছেন। ভয় দেখাতে এলাকায় বোমাবাজিও করা হয়। ২২ এপ্রিল হাবড়া বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।