মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভোটের আগে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করার দাবিতে, গলসিতে পড়ল পোস্টার। তৃণমূলের ঘোষিত প্রার্থীকে পছন্দ না হওয়ায়, তাঁকে সমর্থন, দাবি সুনীল মণ্ডলের। যদিও বিজেপির দাবি, প্রার্থী ঘোষণা নিয়ে শেষ কথা বলবে শীর্ষ নেতৃত্ব। ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে বিজেপির গোষ্ঠীকোন্দল, দাবি করেছে তৃণমূল।


 


একসময় তিনি ছিলেন, গলসির ফরওয়ার্ড ব্লক বিধায়ক। তৃণমূলের হাত ধরে, ২০১৪-এ বর্ধমান পূর্বের সাংসদ হন সুনীল মণ্ডল। ভোটের আগে, তিনিই যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে! নব্য বিজেপি নেতাকে, গলসি কেন্দ্র থেকে প্রার্থী চেয়ে এবার পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের বুদবুদ ও পানাগড়ে। যেখানে লেখা, গলসি থেকে বিজেপির প্রার্থী হিসেবে সুনীল মণ্ডলকেই চাই। সোমবার সকালে একাধিক জায়গায় পোস্টার লাগাতে দেখা যায় বেশ কয়েকজনকে। যাঁরা পোস্টার লাগাচ্ছেন, তাঁরা নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করেছেন। পানাগড়ের এক বাসিন্দার কথায়, ‘‘একসময় গলসি কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন সুনীল মণ্ডল। সেইসময় এলাকায় উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি।’’


 


যদিও বিজেপি নেতা, সুনীল মণ্ডলের দাবি, এঁরা তৃণমূলেরই একাংশ। তৃণমূলের ঘোষিত প্রার্থীকে পছন্দ না হওয়ায়, তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন। বিজেপি জেলা নেতৃত্ব অবশ্য সাফ জানিয়েছে, প্রার্থী নিয়ে, শীর্ষ নেতৃত্ব যা ঠিক করবে, তাই হবে। গলসি কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তার আগে, এই পোস্টার-তরজা নিয়ে আক্রমণ ছাড়েনি তৃণমূল।  বিজেপির গোষ্ঠীকোন্দল বলেই দাবি তাদের ৷ আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় গলসি কেন্দ্রে ভোটগ্রহণ। এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন নেপাল ঘোড়ুই।