কলকাতা: বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ, বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী, ফুটবলার তথা বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। হেস্টিংসে বিজেপি কার্যালয়ে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিলেন তাঁরা। ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায় ও শুভেন্দু অধিকারী।


মোদির ব্রিগেড সমাবেশের পরের দিনই বিজেপিতে যোগ দিলেন এক ঝাঁক বিক্ষুদ্ধ তৃণমূল নেতা-নেত্রী। আজ হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তাঁরা। বিজেপিতে যোগ দিলেন মালদার হবিবপুরের তৃণমূলনেত্রী সরলা মুর্মু।


মোদির ব্রিগেডের পরেই তৃণমূলে বড় ভাঙন। একসঙ্গে ৫ তৃণমূল বিধায়ক নাম লেখালেন গেরুয়া শিবিরে। একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ায় নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়তে পারে।


 


সোমবার বিজেপিতে যোগ দিলেন সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ। যিনি নির্বাচনে টিকিট না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন। বরাবর মমতার একনিষ্ঠ কর্মী তথা ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সোনালি। যদিও বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। ক্ষুব্ধ সোনালি বলেছিলেন, দিদি যা ভাল বুঝেছেন করেছেন। তবে তারপরই তিনি নাম লেখালেন গেরুয়া শিবিরে। বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা সিঙ্গুরে জমি আন্দোলনের অন্যতম পুরোধা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যিনি টানা দশ বছর সিঙ্গুরের বিধায়ক ছিলেন। যদিও বারবার তাঁর সঙ্গে বেচারাম মান্নার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। জেলা পরিষদে রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ নেতাকে সরিয়ে বেচারামের আস্থাভাজনকে দায়িত্ব দেওয়ার পর দুই নেতার সম্পর্কের চিড় আরও বাড়ে। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের পরিবর্তে বিধানসভা নির্বাচনের জন্য বেচারামকে সিঙ্গুরে প্রার্থী করেছে তৃণমূল। তারপরই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই। যদিও সেই অবস্থান বদলে সোমবার তিনি নাম লেখালেন মোদি-অমিত শাহর দলে।


একইসঙ্গে বিজেপিতে যোগ দিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বিজেপিতে গেলেন হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মুও। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। অভিনেতা রুদ্রনীল ঘোষের পর ফের টলিউডের বড় এক নাম যোগ দিল গেরুয়া শিবিরে।


বিজেপিতে যোগ দিলেন মালদার একাধিক তৃণমূল নেতাও। বিজেপিতে যোগ দিয়েছেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি। মালদায় তৃণমূলের ১৪ জেলা পরিষদ সদস্য বিজেপিতে। মালদা জেলা পরিষদ বিজেপির দখলে চলে এসেছে, এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী।