সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে সোমবার জনসভার আয়োজন করা হয় ইটাহারে। ইটাহার উচ্চ বিদ্যালয়ের মাঠে এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন প্রার্থী অমিত কুমার কুন্ডু, ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, বিজেপি জেলা সহ সভাপতি নিমাই সিং, বিজেপি নেতৃত্ব শ্যামল চৌধুরী, সুমন আচার্য্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন দুপুরে হেলিকপ্টার করে এসে গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টারে নেমে সোজা হাইস্কুল মাঠে জন সভায় মঞ্চে আসেন রাজনাথ সিং। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিচারিতার কথা তুলে ধরে বলেন বাংলার মানুষকে ১০ বছর বোকা বানিয়েছে দিদি, কোনও চাকরি নেই, শুধুই কাটমানি, তাই কাটমানি সরকার পরিবর্তন করতে বিজেপিকে ভোট দিন, তবেই বাংলায় আসল পরিবর্তন হবে ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কাজ আরও হবে ৷ তাই তৃণমূলের ভাওতাবাজি কথা ভুলে বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুকে ভোট দিন, কেননা আমরাই বাংলাই ক্ষমতায় আসছি দু’শোর বেশি আসন নিয়ে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের ‘ডাবল ইঞ্জিনে’ উন্নয়নমূলক কাজের গতি অনেক বাড়বে বলেও দাবি করেন রাজনাথ।
এদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে রায়গঞ্জ শহরে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রোডশোকে ঘিরে সাধারন মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
সোমবার রায়গঞ্জের গয়ালাল হাইস্কুলের মাঠে হেলিকপ্টারে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এরপর কলেজপাড়া মোড় থেকে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যানীর সঙ্গে রোড শো করেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডার রোড শো কলেজপাড়া মোড় থেকে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে বিবিডি মোড়ে গিয়ে শেষ হয়। নাড্ডার রোড শো শিলিগুড়ি মোড় পর্যন্ত করার কথা থাকলেও মাঝপথে বিবিডি মোড়ে শেষ করে দেওয়ায় ঘড়িমোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাজপথের দু’ধারে থাকা অসংখ্য মানুষ জে পি নাড্ডাকে দেখতে না পেরে হতাশ ৷