নয়াদিল্লি: এবার করোনা আক্রান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।রাজ্যের মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চন্দ্রশেখর রাওয়ের সামান্য উপসর্গ আছে। তাঁকে চিকিৎসকরা আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের একটি দল তাঁকে সব সময় পর্যবেক্ষণ করছেন।
ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। গত ১৬ এপ্রিল করোনা আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আট মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আজই করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আক্রান্তের তালিকায় আছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। দেশজুড়ে আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এই আবহে আশঙ্কার মেঘ দেখছেন খোদ চিকিৎসক মহল। বিশেষজ্ঞদের মতে, প্রথম ঢেউয়ের থেকে ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণের হার আরও মারাত্মক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। সংক্রমণের এই বাড়বাড়ন্ত রূপে সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞ মহল।
করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই একাধিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। উত্তরপ্রদেশে কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া দেখা গেলে প্রথম দফায় ১ হাজার টাকা এবং পরের বার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে আগামী ১৫ দিনের জন্য কড়া নিয়মবিধি লাগু করে মহারাষ্ট্র। সপ্তাহের শেষে কার্ফু জারি করেছিল দিল্লি সরকার। দিল্লি সরকার জানায় আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই কার্ফু।
গতকাল, রবিবারই দেশে প্রথমবার একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরোয়। আজ সেই সংখ্যাও ছাপিয়ে গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ১৭৮ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬১৯ জনের ৷ দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৭৬৯ ৷ সুস্থতার হার ক্রমশ নিম্নমুখী। একইসঙ্গে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।