বীরভূম: বিভিন্ন বুথে একাধিক দলের প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পরিচয়পত্র থাকলে যাতে প্রার্থীরা বাধাপ্রাপ্ত না হন, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ কমিশনের।
তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে চারটি বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
প্রার্থীর দাবি, তাঁকে বালিগঞ্জ শিক্ষাসদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নব নালন্দা স্কুলের বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী।
এছাড়াও, তাঁর বিধানসভা এলাকায় ২০টি ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল থেকে ব্যাহত হয় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন দেবাশিস কুমার।
আরেক ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও থে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
পাশাপাশি, জামুড়িয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে।
আবার, রাসবিহারীর সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়কে অশ্বিনী দত্ত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।
এনিয়ে প্রার্থীর সঙ্গে জওয়ানদের বাদানুবাদ হয় প্রার্থীর। সংবাদমাধ্যমকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
এই প্রেক্ষিতে রাজ্য পুলিশকে নির্দেশ দেয় কমিশন। ‘পরিচয়পত্র থাকলে যেন প্রার্থীদের বাধা না দেওয়া হয়’, বিষয়টি নিশ্চিত করতে এডিজি আইনশৃঙ্খলাকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
কোভিড আবহে আজ রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ। একঝলকে সপ্তম দফার ভোট-
মালদার ৬টি আসন হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া।
মুর্শিদাবাদ জেলার ৯টি আসন হল, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম।
ভোট হওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।
সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে।
আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি।
দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন হল, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর।
এছাড়াও, আজ কলকাতার ৪টি আসনে ভোট হচ্ছে। এগুলি হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ।