WB Election 2021 Voting LIVE: ২৯ এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে ফের ভোট
West Bengal Election 2021, Seventh Phase Voting Percentage LIVE Updates: ভোট সপ্তমীতে কলকাতা (৪), পশ্চিম বর্ধমান (৯), মুর্শিদাবাদ (৯), মালদা (৬) ও দক্ষিণ দিনাজপুর (৬) এই ৫ জেলার মোট ৩৪ আসনে ভোট।
২৯ এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে ফের ভোট। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে বাহিনীর গুলি চলে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু, বন্ধ হয়ে যায় ভোট।
গত ১০ এপ্রিল, চতুর্থ দফার ভোটে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। জোড়া পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে সকালে গুলি চলে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয় ৪ জন। বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ।
ভবানীপুরে একই সময়ে একই বুথে যুযুধান দুই পক্ষ শোভনদেব চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। অন্যদিকে ১৫৯ নম্বর দীর্ঘক্ষণ বুথের ভিতরে থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী রুদ্রনীলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রুদ্রনীল।
সপ্তমদফা ভোটের শেষলগ্নে আসানসোলে উত্তেজনা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।
বালুরঘাটের ৪৬ নম্বর বুথে উত্তেজনা। ভোটারদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ। ঘটনাস্থলে আসে পুলিশ। বুথের সামনে মোতায়েন প্রচুর বাহিনী।
ভোটের শেষলগ্নে উত্তপ্ত মালদার মালতিপুর। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার শাসক দলের। অন্যদিকে, তৃণমূলের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের।
বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৫.০৬ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ৮০.২১ শতাংশ, মালদায় ৭৮.৭৬ শতাংশ, মুর্শিদাবাদে ৮০.৩০ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৫৯.৯১ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ৭০.৩৪ শতাংশ ভোট পড়েছে।
কলকাতা বন্দরের গার্ডেনরিচে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। দুপক্ষের লাগাতার ইটবৃষ্টি। আহত দুপক্ষের বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনে তৃণমূল। এর প্রতিবাদ করতেই তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের। অন্যদিকে, কংগ্রেসের দাবি, উস্কানি দিয়েছে তৃণমূল কর্মীরাই।
ফরাক্কায় তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে দিল না কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী মণিরুল ইসলামের। গণ্ডগোলের আশঙ্কায় বাধা দেওয়া হয়,জানাল বাহিনী।
মুর্শিদাবাদের রানিনগরে দুই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে ঘটনাস্থলে গেলে ক্ষোভের মুখে আবু তাহের। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল কর্মীদেরই একাংশের।
ভোট দিতে ভবানীপুরের মিত্র ইন্সস্টিউশনে মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পর ভোট দিয়ে বেরোলেন তিনি।
দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার ৬৭.২৭ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটের হার ৭২.৫৮ শতাংশ। মালদায় ৭০.১৪ শতাংশ, মুর্শিদাবাদে ৭২.৬৬ শতাংশ, কলকাতা দক্ষিণে ৫২.৯৭ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৬২.৪২ শতাংশ।
তৃণমূলের বুথে এসে করোনা ছড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আমরা কেন্দ্রীয় বাহিনীকে বুথে ঢুকতে দেব না। হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফিরহাদ হাকিমকে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। বুথ পরিদর্শনের সময় মাঝেরহাটে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়
দুপুর ১টা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৫৫.১২ শতাংশ।দক্ষিণ দিনাজপুরে ৫৮.৮৩ শতাংশ, মালদায় ৫৮.১০ শতাংশ, মুর্শিদাবাদে ৬০.৫০ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৪১.৬৬ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৫০.৪৭ শতাংশ ভোট পড়েছে।
দুর্গাপুর পূর্বের মলানদিঘিতে তৃণমূল কর্মীদের ‘মার’ কেন্দ্রীয় বাহিনীর।তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ।কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।তৃণমূলের অফিস থেকে মুড়ি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।নিজেদের খাওয়ার জন্য মুড়ি রাখা ছিল পার্টি অফিসে, দাবি তৃণমূলের।
মালদার চাঁচলে ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতির উপর ব্লেড নিয়ে হামলার অভিযোগ। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। এবিষয়ে কমিশন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।
বেকবাগানে বুথ থেকে কিছুটা দূরে বেআইনি জমায়েত। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ গিয়ে জমায়েত হঠিয়ে দেয়। বেনিয়াপুকুর এলাকাতেও অলি-গলিতে ঢুকে জমায়েত হঠায় বাহিনী। পাশাপাশি, কেউ মাস্ক না পরে বেরোলে, তাদেরও মাস্ক পরে আসতে বলা হয়।
সকাল ১১ টা পর্যন্ত মোট ভোটদানের হার ৩৭.৭২ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ৩৯.৫৯ শতাংশ, মালদায় ৪০.১০ শতাংশ, মুর্শিদাবাদে ৪২.৪৩ শতাংশ ,দক্ষিণ কলকাতায় ২৭.৫৬ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ৩৪.১৭ শতাংশ ভোট পড়েছে।
তাঁরা এখনও জীবিত। কিন্তু, ভোট দিতে গিয়ে দেখলেন তালিকায় তাঁদের নাম মৃত হিসেবে উল্লেখ! এর জেরে ভোটই দিতে পারলেন না তিন জন। সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ৭৪ নম্বর বুথের ঘটনা।
জামুড়িয়া বিধানসভার চাপুই খাস কোলিয়ারি এলাকায় ১৪০ ও ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী ও ক্যুইক রেসপন্স টিমের সঙ্গে বচসা রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার। শেষপর্যন্ত তৃণমূল নেতাকে সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী।
হবিবপুরের গিরিজাসুন্দরী হাইস্কুলের ২২০ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।
আসানসোল দক্ষিণে রানিগঞ্জে খ্রীস্টান বালিকা বিদ্যালয়ে বুথের বাইরে জমায়েত, জমায়েতকারীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। লাঠি উঁচিয়ে জমায়েতকারীদের হঠাল বাহিনী।
মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর গ্রামে দুই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর। হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিখোঁজ যুব তৃণমূল নেতা ও তাঁর বাবা, দাবি শাসকদলের।
মুর্শিদাবাদের পলাশডাঙার ২৩০ নম্বর বুথের ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। শেষপর্যন্ত বাহিনী গিয়ে ভোটারদের বুথে নিয়ে আসে।
দুর্গাপুরে গাড়ি সরানো নিয়ে বচসার জের। কেন্দ্রীয় বাহিনীকে ধমক তৃণমূল প্রার্থীর
জামুড়িয়ায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ১৯৫ বুথে বাহিনীকে নিয়ে ভোটারদের কাছে পৌঁছলেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। সিপিএম প্রার্থীর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বুথের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ। রাসবিহারীর বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্টকে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার বিজেপি এজেন্টের। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ বিজেপির।
রাসবিহারীতে ভোটারদের বিজেপির হয়ে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী। ঘটনা ঘিরে উত্তেজনা। বিজেপির পাল্টা অভিযোগ, ভোট প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপি ও তৃণমূলের ধস্তাধস্তি বেধে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল বাহিনী।
আসানসোল দক্ষিণের সোনাতরী স্কুলের বুথে পুলিশের সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। পুলিশের বিরুদ্ধে কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী। এনিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সায়নীর। আজ কিছু বলছি না, সব উত্তর মিলবে ২ মে-র পর। পুলিশকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর।
আসানসোল দক্ষিণের একটি বুথে তৃণমূলের প্রতীক আঁকা টুপি পরে বসে থাকার অভিযোগ দলের এজেন্টের বিরুদ্ধে। তৃণমূল এজেন্টের টুপি খুলে নিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কমিশনে নালিশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আসা়নসোলের বক্তারনগরের ঘটনা।
শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থীর।
কলকাতা বন্দরের গার্ডেনরিচ এলাকায় ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে স্কুটারে তাড়া ফিরহাদ হাকিমের। ফিরহাদ বলেছেন, এটা আসলে অপ্রয়োজনীয়ভাবে উস্কানির চেষ্টা। তাঁর অভিযোগ, কংগ্রেস প্রার্থী তৃণমূল কর্মীদের মারধর করেছেন।
অভিযোগ অস্বীকার কংগ্রেস প্রার্থীর। তিনি বলেছেন, কোথাও কোনও অশান্তি হচ্ছে না।
নানা বাহানায় ভোটে দেরি করাতে চাইছে তৃণমূল। অভিযোগ আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। অন্যদিকে, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের মন্তব্য, সব জায়গায় ঠিকঠাকই ভোট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তোষপ্রকাশ করেছেন তিনি।
হবিবপুর বিধানসভার কেন্দুয়া ব্রতীদল গ্রামীণ সঙ্ঘ গ্রন্থাগারে২৩০ নম্বর বুথের ভিতরেই বিজেপি প্রার্থীর নামে পোস্টার, দেওয়াল লিখন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তৃণমূলের। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই তড়িঘড়ি বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লিখন মুছে, পোস্টার খুলে দেন নির্বাচন কমিশনের কর্মীরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে চারটি বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। প্রার্থীর দাবি, তাঁকে বালিগঞ্জ শিক্ষাসদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নব নালন্দা স্কুলের বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, তাঁর বিধানসভা এলাকায় ২০টি ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল থেকে ব্যাহত হয় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন দেবাশিস কুমার।
সকাল নটা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ১৭.৯৫ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ১৮.৭০ শতাংশ, মালদায় ১৮.৮৪ শতাংশ, মুর্শিদাবাদে ১৯.৫৪ শতাংশ, কলকাতা দক্ষিণে ১৩.০৯ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ১৭.০৭ শতাংশ ভোট পড়েছে।
মুর্শিদাবাদ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে মাস্কের মধ্যে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বুধিয়া মাঝেরপাড়া গ্রামে ২৩৮ নম্বর বুথের ঘটনা। তৃণমূল সমর্থকদের অভিযোগ, মাস্কের ভিতরে টাকা দিচ্ছিলেন কংগ্রেস প্রার্থী। তাঁকে ঘিরে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। করোনা পরিস্থিতিতে মাস্ক বিলির কথা মানলেও, টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী।
আসানসোল দক্ষিণে জেকে নগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওযার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশের সঙ্গে বচসা বালিগঞ্জের বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়ের। বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে থানায় আসেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির পোলিং এজেন্টের ভয় দেখানো হচ্ছে।
মালদার হরিশ্চন্দ্রপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির।
বালিগঞ্জে মডার্ন হাইস্কুলের বুথে ভোট দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান
বালিগঞ্জ মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। এরপর তিনি বুথ পরিদর্শনে বেরোবেন।
কুলটিতে ভোট দিলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
বারাবনীতে সংযুক্ত মোর্চার এজেন্টকে মারধরের অভিযোগ
মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর ওপর কোনও হামলা হয়নি বলে জানাল নির্বাচন কমিশন।
ওয়াটগঞ্জে বিজেপির তিন এজেন্টকে বুথে বসতে বাধাদানের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুথে বসেন বিজেপি এজেন্টরা।
মুর্শিদাবাদে রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁকে সশস্ত্র দুষ্কৃতীরা আটকেও রাখে।ভোটারদের ভোটদানে বাধা ও পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে তিনি সেখানে আসেন বলে দাবি বিজেপি প্রার্থীর। তাঁর অভিযোগ, ওই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির ওপর হামলা চালায়।
পুলিশ পরে বিজেপি প্রার্থীকে এলাকা থেকে বের করে নিয়ে যায়। বিজেপি প্রার্থীর অভিযোগ, এক ঘণ্টা পর পুলিশ আসে।
রাসবিহারীর কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে ‘বাধা’।আশুতোষ চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থীর।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা কংগ্রেস প্রার্থীর।
ভোট দিলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম
অশান্তির আশঙ্কায় ভোটের আগের দিন তৃণমূল কর্মী ও বিজেপি নেতাদের আটক করায় বারাবনি বিধানসভায় উত্তেজনা। প্রতিবাদে রাতে থানার সামনে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। ভোটে অশান্তির আশঙ্কায় গতকাল কয়েকজন তৃণমূল কর্মী এবং বিজেপির শ্রমিক সংগঠনের নেতা ও এসসি মোর্চার নেতাকে আটক করে সালানপুর থানার পুলিশ। এর প্রতিবাদেই থানার সামনে ঘণ্টাদুয়েকের ধর্নায় বসেন বিজেপি প্রার্থী। পুলিশ তৃণমূলের কথা শুনে চলছে বলে তাঁর অভিযোগ। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের এই পদক্ষেপ।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগের দিন ১০ জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করার অভিযোগে থানার সামনে ধর্নায় বসলেন রতুয়া বিধানসভার নির্দল প্রার্থী পায়েল খাতুন। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরী কর্মাধ্যক্ষ ছিলেন পায়েল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি দল ছাড়েন। এবার ভোটে দাঁড়ানোয় তৃণমূলের মদতে পুলিশ তাঁর ১০ জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করেছে এই অভিযোগ তুলে গতকাল রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত রতুয়া থানার সামনে অবস্থানে বসেন ওই নির্দল প্রার্থী। পরে পুলিশের আশ্বাসে অবস্থান ওঠে।
ভোটের আগের রাতে কলকাতা বন্দর বিধানসভার অন্তর্গত পশ্চিম বন্দর থানা এলাকা থেকে উদ্ধার হল ১৯টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা শাখা ও পশ্চিম বন্দর থানার পুলিশ। হুগলি জুটমিলের কাছ থেকে উদ্ধার হয় ১৯টি তাজা বোমা। ভোটের আগে বোমা মজুত করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ভোটের দিন বিভিন্ন স্থানে জমায়েত হঠাতে পুলিশি তৎপরতা চোখে পড়েছে।
ভোটের আগের রাতে চাঁচল বিধানসভার আসরাইল এলাকায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।দলীয় কাজ সেরে ফেরার পথে, রাস্তায় দাঁড় করিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। চাঁচল হাসপাতালে চিকিত্সাধীন ওই বিজেপি নেতা। থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোট দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বুথে কোভিড বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করলেন তিনি।
মুর্শিদাবাদের সুতি বিধানসভার লক্ষ্মীপুরে ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ভোটারদের অভিযোগ তাঁদের হুমকি দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদের রানিনগরে ভোটারদের বুথে যেতে বাধাদানের অভিযোগ। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ বিধানসভার তেঁতুলিয়া গ্রামে রাতভর বোমাবাজি। বিজেপির পার্টি অফিসে হামলার অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, ভয় দেখাতেই ভোটের আগের রাতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি, শাসকদলের বিরুদ্ধে তাদের পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। পরে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রেক্ষাপট
কোভিড আবহে আজ রাজ্য বিধানসভার সপ্তম দফার নির্বাচনে পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ।
একঝলকে সপ্তম দফার ভোট-
ভোট সপ্তমীতে কলকাতা (৪), পশ্চিম বর্ধমান (৯), মুর্শিদাবাদ (৯), মালদা (৬) ও দক্ষিণ দিনাজপুর (৬) এই ৫ জেলার মোট ৩৪ আসনে ভোট।
ভোট হওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।
কলকাতা (৪)-
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।
পশ্চিম বর্ধমান (৯)-
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
মুর্শিদাবাদ (৯)-
ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম।
মালদা (৬)-
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।
দক্ষিণ দিনাজপুর (৬)-
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -