কলকাতা: তৃণমূলে আরও তারকা-যোগ। তৃণমূলে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি ।সৌগত রায় বললেন, ‘অদিতি পরিচিত মুখ, বিদেশেও গেছে।আমি গর্বিত, আমার এলাকায় মেয়ে তৃণমূলে যোগ দিল।আমি অদিতিকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি।সাম্প্রতিককালে তৃণমূলে অন্যতম বড় যোগদান।’


তৃণমূলে যোগদানের পর অদিতি বলেন, 'খুব ভালো লাগছে এই দলে যোগ দিয়ে। আমায় যোগ্য মনে করায় প্রাণের দিদিকে ধন্যবাদ জানাই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ।' প্রার্থীতালিকা ঘোষণার মুখে অদিতির তৃণমূলে যোগদান উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।



মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে অদিতি বলেন, 'যেভাবে আমাদের সংগীতশিল্পীদের জন্য চিন্তা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় না তাঁর মতো আর কেউ এভাবে ভাবতে পারেন। তিনি বাংলাকে মনে প্রাণে ভালোবাসেন। তিনি বাংলার প্রকৃত রূপকার। তিনি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে কাজ করার চেষ্টা করব। রাজনীতিতে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। বিয়ের পর আমার স্বামী ও শ্বশুরমশাইকে মানুষের কাজ করতে দেখেছি। আমিও সেই উপলব্ধি করতে চাই।'


এবার বিধানসভা ভোটের মুখে তৃণমূল ও বিজেপি, দুই দলেই কার্যত লাইন দিয়ে যোগ দিচ্ছেন তারকারা।


সোমবার বিজেপিতে যোগ দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।বুধবার তৃণমূলে যোগ দেন টালিগঞ্জের তারকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়!


এর আগে অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক রাজ চক্রবর্তীরা তৃণমূলে নাম লিখিয়েছেন, তেমনই পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলী বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়, কৌশিক রায়, ও রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা-অভিনেত্রীরা।এখন দেখার, এঁদের মধ্যে কাদের নাম প্রার্থী তালিকায় রাখে তৃণমূল ও বিজেপি।