মেদিনীপুর: মেদিনীপুর সদর কেন্দ্রে বুথ জ্যাম। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের এজেন্টরা। অন্যদিকে খেজুরির উত্তর বোগায় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। 


আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনে সকাল থেকেই উত্তেজনার পরিস্থিতি। সকাল ১১ টা পর্যন্ত ৫টি জেলার ৩০টি কেন্দ্রে মোট ভোটদানের হার ৩৬ শতাংশ। সকাল ১১ টা পর্যন্ত বাঁকুড়ায় ভোট পড়েছে ৩৬ শতাংশ। পুরুলিয়ায় ৩৪ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৩৯ শতাংশ। ঝাড়গ্রামে ৩৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৩৬ শতাংশ। 


ভোট শুরুর আগে উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বাড়িতে ঢুকে বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘর থেকে মিলল রক্তাক্ত মৃতদেহ। গেরুয়া শিবিরের অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক মঙ্গল সরেনকে পিটিয়ে মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। কমিশন সূত্রে খবর, জেলা প্রশাসন রিপোর্টে জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে রাজনীতির যোগ নেই। এর আগে কেশিয়াড়ির বেগমপুরে ৯৪ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  কেশিয়াড়িতে উত্তেজনার মাঝেই আজ সকালে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। 


কেন তৃণমূলে ভোট নয়, এই প্রশ্ন তুলে গড়বেতা বিধানসভার হেতোশোলে ২২৬ নম্বর বুথের ভোটারদের মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। গড়বেতার হেতোশোলের ২২৬ নম্বর বুথে উত্তেজনা। অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে হামলা। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ। কেন ভোট তাদের দেওয়া হয়নি, এই বলে মারধর। গড়বেতায় অভিযোগ ভোটারদের। অন্যদিকে, মেদিনীপুর সদর কেন্দ্রে বুথ জ্যাম, প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের এজেন্টরা।