উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ধারা কিছুতেই থামছে না। এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভাতে রাজ্যের শাসক দলের ভাঙনের খবর সামনে এসেছিল। এবার দক্ষিণ দমদম পুরসভায় দলে ভাঙনের সম্ভাবনা।বেশ কয়েকজন কো-অর্ডিনেটরের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।
জানা গেছে, বিজেপিতে যোগ দিচ্ছেন পুর-প্রশাসকমণ্ডলীর সদস্য প্রবীর পাল।তাঁর দাবি, ‘স্থানীয় বিধায়কের সঙ্গে মানিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।এরপরই প্রবীর পালের বাড়িতে হাজির হন মন্ত্রী ব্রাত্য বসু। মানভঞ্জনের চেষ্টায় বৈঠক শুরু হয়।
উল্লেখ্য, পানিহাটিতেও ফের ভাঙনের মুখে তৃণমূল। বিজেপি সূত্রে খবর, কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী সহ তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর আজ বিজেপিতে যোগ দিতে পারেন। গতকালই তাঁরা দল ছাড়ার কথা ঘোষণা করেন। কৌশিক চট্টোপাধ্যায়দের অভিযোগ, পানিহাটি বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ এবং তাঁর পরিবারের সদস্যরা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অধিকার করে রয়েছেন। দলের কোনও কর্মসূচিতে তাঁদের ডাকা হত না বলেও অভিযোগ কৌশিকের। আজ বিকেলে হেস্টিংসে বিজেপির দফতরে তাঁদের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা। যদিও বিদায়ী কাউন্সিলরদের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এতে দলের কোনও ক্ষতি হবে না।
সদ্যই টিকিট না পেয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ি, সোনালি গুহ সহ পাঁচ তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। মালদায় একঝাঁক তৃণমূল জেলা পরিষদ সদস্য বিজেপিতে সামিল হয়েছেন। ফলে মালদা জেলা পরিষদ কার্যত হাতছাড়া হয়েছে তৃণমূলের।