জয়দীপ হালদার ও ভাস্কর ঘোষ, ক্যানিং ও বালি: ক্যানিং লোকালে চেপে ভোটের প্রচার করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। অন্যদিকে, হাওড়ার বালিতে জনসংযোগে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। পাশাপাশি শিবমন্দিরে পুজো দিয়ে সস্ত্রীক ভোট প্রচারে পুরুলিয়ার কাশীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা।
বসন্তে গ্রীষ্মের উত্তাপ। তার ওপর ভোটের বঙ্গে রাজনৈতিক পারদ সপ্তমে। গরমকে উপেক্ষা করেই প্রচারে ডান-বাম সব দলের প্রার্থীরা। কেউ হাজির হলেন দোরগোড়ায়...কেউ আবার রাস্তাতেই করলেন সভা। কেউ আবার ট্রেনে চড়ে করলেন জনসংযোগ।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন পরেশরাম দাস। ট্রেনে জনসংযোগের সুযোগ নিতে শুক্রবার সকাল ৬টার আপ ক্যানিং-শিয়ালদা লোকালে ওঠেন তিনি। যান তালদি স্টেশন পর্যন্ত। কথা বলেন সহযাত্রীদের সঙ্গে। ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্মেও প্রচার করেন পরেশ। এরপর তালদি স্টেশনে নেমে আবার ডাউন ট্রেন ধরে ক্যানিং পৌঁছন তিনি। যেহেতু তাঁর কেন্দ্রের বহু মানুষ সকালে কাজের জন্য কলকাতায় উদ্দেশে বেরিয়ে যান, তাই প্রচারের জন্য ট্রেনকে বেছে নিয়েছেন তিনি, জানিয়েছেন তৃণমূল প্রার্থী। আগামী ৬ এপ্রিল, তৃতীয় দফায় ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোট।
অন্যদিকে, হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধরকে। শুক্রবার সকালে বেলুড়ের ভোটবাগান অঞ্চলে প্রচার করেন তিনি। শাহিনবাগ থেকে এনআরসি-একাধিক ইস্যু উঠে আসে তাঁর বক্তব্যে। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে ভোট।
পুরুলিয়ার কাশীপুর কেন্দ্রে কমলাকান্ত হাঁসদাকে প্রার্থী করেছে বিজেপি। শুক্রবার শিবমন্দিরে পুজো দিয়ে সস্ত্রীক ভোট প্রচারে বের হন তিনি। কাশীপুরের বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা বলেন, ‘আজ আমরা প্রচার আরম্ভ করলাম। মানুষের আশীর্বাদে কাশীপুর বিধানসভায় বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে।’
আগামী ২৭ মার্চ প্রথম দফায় পুরুলিয়ার কাশীপুর কেন্দ্রে ভোটগ্রহণ।