কৌশিক গাঁতাইত, খড়গপুর: দিলীপ ঘোষের সঙ্গে হুডখোলা জিপে র‍্যালি করে খড়গপুর সদরে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। 


জামুড়িয়ায় পার্টি অফিসে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। বারুইপুর পশ্চিমে বাড়ি বাড়ি গিয়ে ভোটভিক্ষা করলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়।


আর দু’সপ্তাহ পরেই ভোট। গণদেবতার আশীর্বাদ পেতে পথে-প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। জল্পনা থাকলেও সাংসদ দিলীপ ঘোষকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেনি বিজেপি। 


খড়গপুর সদর আসনে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে শুক্রবার দু’জনকে দেখা গেল একসঙ্গে, একই গাড়িতে। নিজের খাস তালুকে দলীয় প্রার্থীর সমর্থনে র‍্যালি করলেন বিজেপির রাজ্য সভাপতি। 


খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যখন যে রাজ্যে যে সরকার থাকে, সেখানে উপনির্বাচন হলে কি ভোট হয়? ভোট লুঠ হয়। ভোট লুঠ করে জিতে গেছে এবার আমরা জিতব ৷’’ পাশাপাশি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, এখানে জিতেছিলাম, জিতবও ৷


খড়গপুরের গোলবাজার এলাকার রামমন্দির থেকে র‍্যালি করে খড়গপুর মহকুমা শাসকের অফিসে মনোননয়ন জমা দেন হিরণ। ১ এপ্রিল দ্বিতীয় দফায় খড়গপুর সদর আসনে ভোটগ্রহণ । 


অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএমের তরুণ প্রার্থী ঐশী ঘোষ । সংযুক্ত মোর্চার জোটে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পর এই প্রথম জামুড়িয়ায় নিজের নির্বাচনী কেন্দ্রে এলেন ঐশী। 


বোগড়ায় সিপিএম পার্টি অফিসে পরিচয় করলেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। জামুড়িয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী গোষ বলেন, ‘‘গণতন্ত্র রক্ষা ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে সিপিএম যা করছে মানুষ তা মনে রাখবে।’’


দুর্গাপুরের মেয়ে ঐশী জামুড়িয়ায় তাঁর প্রচারে কাস্তের ধার কতটা বাড়াতে পারেন, এখন সেটাই দেখার। ২৬ এপ্রিল সপ্তম দফায় জামুড়িয়া আসনে ভোটগ্রহণ ৷ তাঁর দলের নেত্রী নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছেন। 


এই পরিস্থিতিতে হেঁটে প্রচার করে তৃণমূলনেত্রীর বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে তৎপর বারুইপুর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার ধবধবি এলাকায় প্রচার করেন তিনি। 


বারুইপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী ও বিদায়ী তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘বারুইপুর পশ্চিমে বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি। ওরা হয়তো তৃণমূলেরই লোক ভাঙিয়ে আমার বিরুদ্ধে প্রার্থী দেবে ৷’’ ৬ এপ্রিল তৃতীয় দফায় বারুইপুর-পশ্চিম বিধানসভা আসনে ভোটগ্রহণ ৷