কলকাতা: রাজ্যে চলছে বিধানসভা  নির্বাচনের প্রথম দফার ভোট। এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ  তৃণমূল কংগ্রেসের।  এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ‘ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ। চার জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রে প্রভাব তৈরির চেষ্টা চালানো হচ্ছে।


প্রথম দফার ভোট চলাকালেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে যায় তৃণমূলের একটি প্রতিনিধিদল।প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।বুথ এজেন্ট নিয়োগের পদ্ধতি বদলের বিরোধিতা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হয়। সুদীপ বলেছেন, বিজেপি  বুথ এজেন্ট নিয়োগের পদ্ধতি বদলের অনুরোধ জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে এবং যে কোনও কাউকে বুথে ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।


তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলি যাঁদের পোলিং এজেন্ট  নিয়োগ করে, তাঁদের সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। এই পদ্ধতিই সর্বাধিক গ্রহণযোগ্য। এক্ষেত্রে বিজেপি যে দাবি করে তা গৃহীত হয়েছে। এই নীতি বদলের দাবি জানানো হয়েছে।  পরের দফা থেকে আগের নিয়মই বহাল রাখার দাবি জানিয়েছে তৃণমূল।


 তৃণমূল অভিযোগ জানায় যে, বুথে বসতে দেওয়া হচ্ছে না এজেন্টদের। অবাধে যাতায়াত চলছে বহিরাগতদের। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।


এর আগে রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরুর পরেই কমিশনকে তোপ দেগে ট্যুইট করে তৃণমূল। ট্যুইটে লেখা হয়, এটা কী চলছে?! নির্বাচন কমিশন ব্যাখ্যা করুক, কীভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভোটদানের হার অর্ধেকেরও বেশি কমে গেল? এটা বিস্ময়কর!পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিককে অনুরোধ, দ্রুত বিষয়টি দেখুন।


এই অভিযোগ আইটি সেল খতিয়ে দেখছে বলে কমিশন সূত্রে খবর।


 উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে গেল বঙ্গের মহারণ... বিধানসভা ভোট। উনত্রিশ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে।