কলকাতা: জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে আম আদমির হেঁশেলে আগুন সহ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল। আগামীকাল রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবে রাজ্যের শাসক দল। 
আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখান থেকে তিনি তৃণমূলের একাধিক কর্মসূচির ঘোষণা করেন। বলেন, ‘গ্যাস-তেলের দামবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল। শনি-রবিবার জেলায় জেলায় হবে মিছিল। আগামীকাল দক্ষিণ কলকাতায় মিছিল করবে তৃণমূল। যাদবপুর থানা থেকে হবে প্রতিবাদ মিছিল। রবিবার বেহালায় মিছিল করবে তৃণমূল। ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড থেকে হবে মিছিল। তিনি জানান, ‘গ্যাস-তেলের দামবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেই পথে নামছে তৃণমূল।
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের ছাত্র, যুব ও মহিলা সহ বিভিন্ন শাখা কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবেন। 
উল্লেখ্য, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ৩০ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১টাকা ৪১ পয়সা। আর, ৩৩ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ১৯ পয়সা। মধ্যপ্রদেশ ও রাজস্থানের কোথাও কোথাও পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। রাজধানী দিল্লিতে গত ১১ দিনে প্রতি লিটারে ৩.২৪ টাকা বেড়েছে। দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৯০.১৯ টাকা।  ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৬০ টাকা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। 
গতকালই পৈলানের জনসভায় রান্নার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগে, রাজ্যে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করছে তৃণমূল। 
কাল সকাল ১০টা থেকে রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূল  কংগ্রেস। কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে এই  বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূলের বঙ্গজননী ব্রিগেড।