শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার কোচবিহারের তুফানগঞ্জের বিজেপি কার্যালয়ে পড়ল খেলা হবে পোস্টার। প্রতিবাদে চিলাখানায় বিজেপির মিছিল থেকে উঠল পাল্টা স্লোগান। বিজেপির পতাকা ফেলা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জে ভানুকুমারীতে।


একুশের নির্বাচনের আগে মুখে মুখে ঘুরছে খেলা হবে স্লোগান ৷ এবার খেলা হবে স্লোগান লেখা পোস্টার পড়ল কোচবিহারের তুফানগঞ্জের বিজেপির অফিসে। পোস্টারে রীতিমতো হুঁশিয়ারিও দেওয়া হয়। শুক্রবার সকালে এই পোস্টার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জনপদ। প্রতিবাদে এলাকায় মিছিল করে বিজেপি। মিছিল থেকে ওঠে পাল্টা স্লোগান। পোস্টার ঘিরে চাপানউতোর সংশ্লিষ্ট। আর এই পোস্টার নিয়েই রাজনৈতিক তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।


তুফানগঞ্জের বিজেপি নেতা উৎপল দাস বলেন, ‘‘আমরাও তো খেলতে পারি, ওদের খেলোয়াড়রা দল ছেড়ে দিচ্ছে, বিজেপি ফাঁকা মাঠে গোল দেবে ৷’’ অন্যদিকে তুফানগঞ্জের তৃণমূল নেতা বাসুদেব রায় বলেন, ‘‘ওদের পার্টি অফিসে আমরা যাব কেন, আমরা নজরই দিই না, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আমাদের নাম দিচ্ছে ৷’’পোস্টার ঘিরে যখন সরগরম চিলাখানা তখন তুফানগঞ্জের আর এক প্রান্ত ভানুকুমারীতে বিজেপির পতাকা খুলে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে শাসক দল।


গত বিধানসভা ভোটে তুফানগঞ্জ বিধানসভা আসনে জয়ী হয় তৃণমূল ৷ তবে লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে লিড পায় বিজেপি। ভোটের মুখে একের পর এক ঘটনায় উত্তেজনা বাড়ছে তুফানগঞ্জে।