আশাবুল হোসেন,কলকাতা : দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনা। এই প্রেক্ষাপটে, বিধানসভা ভোটের প্রচারে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতিভঙ্গ নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ২৯ হাজার। ভাঙল গত ৬ মাসের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। গত ২ মাসে যা সর্বাধিক। অর্থাৎ, পরিসংখ্যানই বলে দিচ্ছে, করোনা পরিস্থিতি ফের ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে! করোনার দ্বিতীয় সুনামি ভারতে আছড়ে পড়ার আশঙ্কা! এই প্রেক্ষাপটে বঙ্গ বিধানসভা ভোটের প্রচারে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে লাগাতার বিজেপিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মোদী ভোট নেওয়ার জন্য বিহারে গিয়ে বলেছিলেন, সবাইকে কোভিড টিকা দেব। কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে সব।’’
মাস পাঁচেক আগে বিহার বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ৷ বিজেপি ভোটে জিতলে বিহারবাসীদের বিনামূল্য করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। বিহারে বিজেপি ভোটে জিতে গেছে, কিন্তু, সেই প্রতিশ্রুতির কী হল, এই প্রশ্ন তুলেই বুধবার গেরুয়া শিবিরকে খোঁচা দেন তৃণমূল নেত্রী।
গোপীবল্লভপুরের সভায় তৃণমূলনেত্রী বলেন, মোদি ভোট নেওয়ার জন্য বিহারে গিয়ে বলেছিলেন সবাইকে কোভিড টিকা দেব। কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আমি চাই কোভিডের টিকা সবাইকে দেব। আমি বলছি বিনা পয়সায় দেব। কিন্তু নরেন্দ্র মোদি দিচ্ছেন না।
পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে বিজেপি। তারা বলেছে, কেন্দ্রের দেওয়া ভ্যাকসিনই বণ্টন করতে ব্যর্থ রাজ্য।বাংলা বিধানসভা নির্বাচনের জন্য এখনও ইস্তেহার প্রকাশ করেনি বিজেপি। এখানেও তারা বিনামূল্যে সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কি না, তার উত্তর আর কয়েকদিনের মধ্যেই মিলবে।
এদিকে, বৃহস্পতিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়ায় নির্বাচনী সভা করবেন তিনি। তার আগে বুধবার বাংলায় ট্যুইট করে মোদি বললেন, ‘আগামিকাল, ১৮ই মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখব। পশ্চিমবঙ্গজুড়ে পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপি-র সুশাসনের কর্মসূচি জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।’