করুণাময় সিংহ, মালদা: প্রার্থী এক, কিন্তু তাঁর কাস্ট সার্টিফিকেট দু’টি। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার বিরুদ্ধে এই অভিযোগ তুললেন তাঁর দলেরই এক নেতা। এ নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থীর দাবি, তাঁর একটিমাত্র কাস্ট সার্টিফিকেট রয়েছে। 


একেই বলে, ঘরশত্রু বিভীষণ! মালদায় বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে বিড়ম্বনায় দলীয় প্রার্থী! মালদা বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী গোপালচন্দ্র সাহা। স্থানীয় বিজেপি নেতা উত্‍পলকুমার হালদারের অভিযোগ বিজেপি প্রার্থীর ২টি কাস্ট সার্টিফিকেট রয়েছে। ১টি ওবিসি ও একটি এসসি সার্টিফিকেট। একজন ব্যক্তির কীভাবে ২টি কাস্ট সার্টিফিকেট থাকতে পারে সেই প্রশ্ন তুলে জেলায় নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগও জানিয়েছেন ওই বিজেপি নেতা।  


মালদার বিজেপি নেতা উৎপলকুমার হালদার বলেন, ‘‘আগে ওঁর ওবিসি সার্টিফিকেট ছিল। পরে এসসি সার্টিফিকেট বের করেন। একজন কীভাবে দুটি সার্টিফিকেট রাখতে পারেন?  উনি দুর্নীতিপরায়ণ বলেই সরব হয়েছি।  অভিযোগ জানিয়েছি।’’


মালদার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা বলেন, ‘‘আমার কাছে শুধু এসসি সার্টিফিকেট রয়েছে। ওবিসি সার্টিফিকেট নেই। কংগ্রেস ও তৃণমূলের ইন্ধনে এই অভিযোগ আনা হয়েছে।’’ বিজেপি প্রার্থী কংগ্রেস ও তৃণমূলকে জড়ালেও দুই দলেরই দাবি, এর সঙ্গে তাদের যোগ নেই। মালদার সংযুক্ত মোর্চার প্রার্থী (কংগ্রেস) ভূপেন্দ্রনাথ হালদার বলেন, ‘‘এর পিছনে আমাদের কোনও মদত নেই। ওদের দলের নেতাই প্রার্থীর বিরুদ্ধে অবিযোগ করেছেন। নির্বাচন কমিশন বুঝবে।’’


মালদার তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, ‘‘তৃণমূল ইন্ধন দেওয়ার কাজ করে না। আমাদের কাছেও প্রার্থীর দুটি সার্টিফিকেটের কপি এসে পৌঁছোছে।’’ বিজেপির জেলা সভাপতির দাবি, অভিযোগ ভিত্তিহীন। মালদার বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘ এটি ভিত্তিহীন অভিযোগ ,  যিনি এই অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বেকে জানানো হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।’’


সবমিলিয়ে কাস্ট সার্টিফিকেট বিতর্কে সরগরম মালদা। জেলা নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে দাবি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।