পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দুয়ারে বিধানসভা ভোট। তার আগে বাঁকুড়ার জুনকানালী গ্রামের জলসংকটকে হাতিয়ার করছে বিজেপি। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। অভিযোগ অস্বীকার করে, দ্রুত জল সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।


 


কল আছে, কিন্তু জল পড়ে না ! পঞ্চায়েতের জলের লাইন পাতা আছে, কিন্তু তাতে জল নেই! ভোট আসে ভোট যায়, কিন্তু, বাঁকুড়ার জুনকানালী গ্রামের জলসংকট যে তিমিরে, সে তিমিরেই থেকে যায় বলে অভিযোগ।


গ্রামবাসীদের দাবি,প্রায় দু’বছর আগে গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানো হয়েছিল।মাস তিনেক পরই জল সরবরাহ বন্ধ হয়ে যায়। এখন ভরসা গ্রামের একটিমাত্র টিউবওয়েল।


 


বাঁকুড়ার জুনকানালী গ্রামের বাসিন্দা রামবিলাস মই জানান, ‘‘দীর্ঘদিন পরিশ্রুত পানীয় জলের পাইপ লাইন ভেঙ্গে পড়ে আছে। সারাইয়ের কোন উদ্যোগ নেই। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে একটি টিউবওয়েলই এখন ভরসা।’’


 


ভোটের মুখে গ্রামবাসীদের জলের দাবি, গড়াল রাজনীতির ময়দানে। স্থানীয়দের ক্ষোভকে বিধানসভা ভোটে হাতিয়ার করতে ময়দানে নেমেছে বিজেপি।


 


নির্মলকুমার মণ্ডল, মণ্ডল সভাপতি, বিজেপি, বাঁকুড়া ১ নম্বর ব্লক জানান, গ্রামের মানুষের সঙ্গে আমরা সহমত। এবিষয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে চাইলেও প্রধান তা নেননি। কাটমানি আর দূর্ণীতিগ্রস্থ পঞ্চায়েতের কারণে মানুষের দূর্ভোগ বাড়ছে।


বাঁকুড়ার কালপাথর পঞ্চায়েতের তৃণমূল নেতা প্রধান সুব্রত সাহানা জানান, ‘‘গ্রামে ৪ টি টিউবওয়েল আছে, প্রত্যেকটিতেই জল পাওয়া যায়। একই সঙ্গে পাইপ লাইন মেরামতির জন্য পিএইচই দপ্তরের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।’’


 


ভোট আসলেই জল নিয়ে রাজনীতি হয়! সমস্যা মেটানোর প্রতিশ্রুতি মেলে। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। কিন্তু, ভোট চলে গেলেই সবাই সব ভুলে যান। আক্ষেপ জুনকানালী গ্রামের বাসিন্দাদের।