কলকাতা: ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোট। তার আগে জমজমাট প্রচার।আজ তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।


আজ উত্তরবঙ্গে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কোচবিহারের সিতাইয়ে জনসভা। দ্বিতীয় সভাটি রয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। এরপর কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


রাজ্যে প্রচার কর্মসূচি রয়েছে বিজেপিরও।আজ হুগলির ধনেখালি, পুরশুড়া ও হাওড়ার লিলুয়ায় প্রচার করবেন জে পি নাড্ডা। এর মধ্যে ধনেখালি ও লিলুয়ায় জনসভা এবং পুরশুড়ায় রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এর পাশাপাশি, আজ বেলুড় মঠ দর্শনেও যাবেন নাড্ডা।মাদারিহাট বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ির গয়েরকাটায় রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।আজ স্মৃতি ইরানিরও প্রচার কর্মসূচি রয়েছে। হাওড়ার শ্যামপুর, বাগনান ও হুগলির তারকেশ্বরে তিনটি জনসভা করবেন স্মৃতি ইরানি।


হাওড়ার আমতা বিধানসভার জয়পুরে সভা ও শ্যামপুরে রোড শো করবেন তৃণমূল সাংসদ দেব।


অন্যদিকে, আজ কলকাতায় প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। কসবার দলীয় প্রার্থীর সমর্থনে ঢাকুরিয়া থেকে ইএম বাইপাস পর্যন্ত রোড শো করবেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর বেহালা চৌরাস্তা থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো এবং গড়িয়া ৪৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে যাদবপুর এইট বি পর্যন্ত রোড শো করবেন দিলীপ ঘোষ।


রাজ্যে আগামীকাল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।  এই দফায় চার জেলায় ৩০ আসনে ভোটগ্রহণ হবে।এই পর্বের জন্য গতকালই প্রচার শেষ হয়েছে। এই দফায় সবার নজর নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এই আসনে লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। একদা ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু দল বদলে এই আসনে লড়াইয়ে নেমেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।


এরইমধ্যে আজ তৃতীয় দফার ভোটের আগে আজ রাজ্য প্রচারে ঝাঁপাচ্ছেন একঝাঁক হেভিওয়েট।