নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি সঙ্গীতশিল্পী দিলজানের। গাড়িতে তিনি একাই ছিলেন। কর্তারপুর থেকে অমৃতসর যাচ্ছিলেন দিলজান। জান্দিয়ালা অঞ্চলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Continues below advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জান্দিয়ালার গুরু ব্রিজের কাছে অমৃতসর-জলন্ধর জিটি রোডে দিলজানের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায়। সেই সময় অনন্তপুর মেলায় যাচ্ছিলেন কিছু পুণ্যার্থী। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে দিলজানকে বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা এই সঙ্গীতশিল্পীকে মৃত বলে ঘোষণা করেন।

২০১২ সালে একটি টেলিভিশন চ্যানেলে ‘সুর ক্ষেত্র’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন দিলজান। এরপরেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ২ এপ্রিল তাঁর একটি নতুন গান মুক্তি পাওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কথা জানিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। সেই কারণেই তিনি কর্তারপুরের বাড়ি থেকে অমৃতসরে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ফলে নতুন গান মুক্তি পাওয়ার আগেই তিনি প্রয়াত হলেন।

Continues below advertisement

এই সঙ্গীতশিল্পীর স্ত্রী ও মেয়ে বর্তমান। তাঁরা কানাডায় থাকেন। শেষকৃত্যের জন্য তাঁরা ৫ এপ্রিল পঞ্জাবে এসে পৌঁছবেন বলে জানা গিয়েছে। 

দিলজানের মৃ্ত্যুর খবর পেয়ে তাঁর অনেক সহকর্মীই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘এইভাবে রাস্তায় একজন তরুণের জীবন হারানো অত্যন্ত দুঃখের। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’