ময়না: পূর্ব মেদিনীপুরের ময়নায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল প্রার্থীকে হুমকি। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের আড়ংকিয়ারানা ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৪ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুইকে হুমকি দিতে দেখা যায় বিজেপির পোলিং এজেন্টকে। এনিয়ে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ছবি তুলতে বাধা দিয়ে হুমকি দেওয়া হয় এবিপি আনন্দর প্রতিনিধিকে।
এলাকায় সকাল থেকেই ভোটের জন্য পড়েছে লম্বা লাইন। বাকচা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, বিজেপি ও একজন নির্দল ছাড়া কোনও অন্য দলের এজেন্ট নেই। সকাল থেকেই অভিযোগ আসছিল কোনও তৃণমূলের কোনও এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত করায় নিষেধাজ্ঞা থাকলেও এই অঞ্চলে সেই ছবি দেখা যায়নি। কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের ধারেপাশেই ছিল জটলা। যে ছবি তোলার চেষ্টা হলেই কার্যত জোর করেই ক্যামেরা বন্ধ করার হুমকিও দেওয়া হয়।
ময়নার পুরো ঘটনাক্রমের খবর জানার পরই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাজ্যের চার জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন জায়গায় হিংসা অশান্তির খবর এসেছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এদিকে, ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি। নন্দীগ্রামের কালীচরণপুর-সোনাচূড়ায় রাতভর বোমাবাজিও হয়।
একঝলকে দ্বিতীয় দফার ভোট-
৪ জেলার ৩০ আসনে ভোট।
মোট প্রার্থী-১৭১ জন।
কোন কোন জেলার কটি বিধানসভায় ভোট-
পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), বাঁকুড়া (৮) ও দক্ষিণ ২৪ পরগণা (৪)।
পশ্চিম মেদিনীপুরের যে আসনগুলিতে-
খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
পূর্ব মেদিনীপুর যে আসনগুলিতে ভোট –
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
বাঁকুড়ার যে ৮ আসনগুলিতে ভোট –
তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
দক্ষিণ ২৪ পরগনা যে আসনগুলিতে ভোট-
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।