মুম্বই: করোনাভাইরাস  আক্রান্ত বলিউডের প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।  তাঁর মুখপাত্র এ কথা জানিয়েছেন।   সূত্রের খবর, বাপ্পি লাহিড়ীকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


 


বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা লাহিড়ী বনশল এ ব্যাপারে এক বিবৃতি জারি করেছেন। তিনি বলেছেন, ‘বাপ্পিদা নিয়মিত করোনা সংক্রান্ত নির্দেশিকা পালন করে এসেছেন এবং সমস্ত ধরনের সতর্কতাই বজায় রেখে চলেছেন। কিন্তু এ সত্ত্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন’।


 


রেমা বিবৃতিতে আরও বলেছেন, বাপ্পিদার করোনার কিছু উপসর্গ দেখা দেয়, যেগুলি দেখে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বয়সের কথা মাথায় রেখে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।


 


রেমা লাহিড়ী আশা প্রকাশ করে বলেছেন, তাঁর বাবা খুব শীঘ্রই বাড়িতে ফিরবেন। সেইসঙ্গে বাপ্পি লাহিড়ীর অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। রেমা বলেছেন, ‘শুভকামনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ’।


 


বিগত দিনগুলিতে যাঁরা বাপ্পি লাহিড়ীর সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষার জন্য রেমা লাহিড়ী ও তাঁর পরিবারের লোকজনের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে।


জনপ্রিয় সুরকারের এক মুখপাত্র বলেছেন, ‘এই মুহুর্তে বাপ্পিদার চাই অনুরাগীদের শুভকামনা’।  সেইসঙ্গেই তিনি বলেছেন, ‘বাপ্পিদা চান, সবাই করোনা সংক্রান্ত বিধি পালন করুন এবং সুস্থ থাকুন’।


উল্লেখ্য, ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বেশ কিছু রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা হু হু করে বেড়েছে। যে ১০ রাজ্য়ে এখন করোনার দাপট সবচেয়ে বেশি,তার মধ্যে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। করোনা নিয়ন্ত্রণে নতুন করে রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


এরইমধ্যে করোনায় ইতিমধ্যেই একাধিক বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন। অমিতাভ বচ্চনও করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন তাঁর ছেলে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও। 


এছাড়াও সম্প্রতি করোনা সংক্রমণের শিকার হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও।