বর্ধমান : ভোটপঞ্চমীর সাতসকালেই অশান্তি। বর্ধমান উত্তরের সরাইটিকরে বিজেপির এজেন্টকে মারধর। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি এজেন্টের। বিজেপির এজেন্ট সহ মোট ৪ জন আক্রান্ত। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। রাজ্যের ৬ জেলার মোট ৪৫ টি আসনে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের ৮টি আসন। সরাইটিকরে ভোটারদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীকে এলাকায় দেখা যায়নি বলেও অভিযোগ ভোটারদের। কেন্দ্রীয় বাহিনী এসে নির্ভয়ে ভোট দেওয়ার রাস্তা তৈরি করে না দিলে তাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন অনেকে।


এদিকে, নদিয়ার কল্যাণীতেও বিজেপি কর্মীদের রড-লাঠি মারধরের দিয়ে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এলাকায় এসে মারধর করেছে বলেই অভিযোগ তাদের। এলাকায় পৌঁছে গিয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। কল্যাণীতেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। যার জেরে কিছুক্ষণ রাস্তা অবরোধও চলে। পরে এলাকায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। গত রাতে হিংসার ঘটনা ঘটেছিল সল্টলেকের সুকান্তনগরে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। ধারাল অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ ওঠে। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়।




 


একঝলকে পঞ্চম দফার ভোট-


উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ।


জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-


উত্তর ২৪ পরগনা (১৬)- 
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।


পূর্ব বর্ধমান (৮)-
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।


নদিয়া (৮)-
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।


জলপাইগুড়ি (৭)-
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।


দার্জিলিং (৫)-


দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।


কালিম্পং (১)-
কালিম্পং।