কলকাতা: সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ফলাফলে রাজ্যে তৃতীয়বার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফেরার ইঙ্গিত। অন্যদিকে, আসন বহু সংখ্যক বাড়িয়েও রাজ্যে ক্ষমতা অধরাই থেকে যেতে পারে বিজেপির। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বাম-কংগ্রেস জোটের। বিজেপি ১০ শতাংশর মতো ভোট পেয়ে মাত্র তিনটি আসনে জিতেছিল। কিন্তু রাজ্য রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন হয়েছিল ২০১৯-এর লোকসভা নির্বাচমে। রাজ্য ৪২ আসনের মধ্যে ১৮ টি জয়ী হয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল বিজেপি।
এবার রাজ্য বিধানসভার আট দফা নির্বাচনের পর সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১৫২ থেকে ১৬৪ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫ আসন।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল ৪২ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা ১৫ শতাংশ ও অন্যান্যরা ৪ শতাংশ ভোট পেতে পারে।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী অঞ্চলভিত্তিক ফলাফলের যে ইঙ্গিত মিলেছে, তাতে দেখা যাচ্ছে যে, দক্ষিণবঙ্গের ৬৬ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৭-৩৮ আসন। বিজেপি পেতে পারে ২৫-২৭ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১-৩ আসন।
বৃহত্তর কলকাতা অঞ্চলেও বিজেপির তুলনায় বেশি আসন পেতে পারে তৃণমূল। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এই অঞ্চলের ৫৬ আসনের মধ্যে ৩৭-৩৯ আসন পেয়ে পারে তৃণমূল। বিজেপি জিততে পারে ১৬-১৮ আসনে। সংযুক্ত মোর্চা পেতে পারে ০-২ আসন।
জঙ্গলমহল অঞ্চলের ৫৩ আসনের মধ্যে সি ভোটার সমীক্ষার ফলাফল বলছে যে, তৃণমূল পেতে পারে ২৫-২৭ আসন। বিজেপি পেতে পারে ২৩-২৫ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ২-৪ আসন।
সুন্দরবন অঞ্চলের ২৬ আসনের মধ্যে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনুসারে তৃণমূল পেতে পারে ১৩-১৫ আসন। বিজেপি পেতে পারে ১১-১৩ আসন। সংযুক্ত মোর্চার পেতে পারে ০-১ আসন।
মালদা অঞ্চলে ৬৩ আসনের মধ্যে সি ভোটার সমীক্ষার ফল অনুসারে, তৃণমূল জিততে পারে ২৯-৩১ আসনে। বিজেপি পেতে পারে ২০-২২ আসন। সংযুক্ত মোর্চা জয়ী হতে পারে ১১-১৩ আসনে।
উত্তরবঙ্গের ২৮ আসনের মধ্যে বিজেপি জিততে পারে ১৪-১৬ আসনে। তৃণমূল পেতে পারে ১১-১৩ আসন। সংযুক্ত মোর্চা ০-২ আসন পেতে পারে।
WB ABP-Cvoter Exit Poll Results 2021: কোন অঞ্চলে কোন দল কত আসন পেতে পারে? কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2021 11:08 PM (IST)
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১৫২ থেকে ১৬৪ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫ আসন।
ফাইল ছবি
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
29 Apr 2021 11:08 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -