সৌভিক মজুমদার, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের (West Bengal Government)। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে (Division Bench) মামলা করল রাজ্য। আগামীকাল এই মামলার শুনানি। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে গত কাল অর্থাৎ বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। পঞ্চায়েত ভোটের আগের দিন এই মামলায় সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।


কী বলেছিলেন বিচারপতি সিনহা?
গত কাল নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। আগামী ৮ জুলাই ভোট। তার আগের দিনের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের পর্যবেক্ষণ, 'যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া উচিত হবে না।', প্রসঙ্গত, বিডিওর বিরুদ্ধে উলুবেড়িয়া-১ নম্বর ব্লকে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে। জানা যায়, কাশ্মীরা বিবি, অনুজা বিবির মনোনয়নপত্র বিকৃত করেছেন বিডিও। উলুবেড়িয়ায় ২ সিপিএম প্রার্থীর মনোনয়ন বিকৃত করার অভিযোগে সিবিআই দেয় হাইকোর্ট। মনোনয়নপত্র বিকৃত করায় স্ক্রুটিনিতে নাম বাদ পড়ার অভিযোগে মামলা করা হয়। বিডিওর বিরুদ্ধে অভিযোগও গ্রহণ না করার অভিযোগে হাইকোর্টে মামলা হয়েছিল । বিচার চেয়ে মামলা করেন বহিরা, ধূমিসামালি গ্রাম পঞ্চায়েতের ২ সিপিএম প্রার্থী। তার পরই সিবিআই তদন্তের নির্দেশ যার বিরুদ্ধে আজ ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। 


আরও পর্যবেক্ষণ বিচারপতির...
গত কাল কড়া পর্যবেক্ষণও দিয়েছিলেন বিচারপতি সিনহা। বলেছিলেন, 'যদি আইনশৃঙ্খলার এই অবস্থা হয় যে, প্রার্থীরা সময়ে মনোনয়ন দিতে পারছেন না, তবে সময় তো দিতেই হবে।'মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার। ‘৮টি ব্লকে অশান্তি হয়েছে, বাকি শান্তিপূর্ণ’ সওয়াল করে রাজ্য। '১৯৯৯ সালে, ২০০৩ সালে কী হয়েছিল সেকথা বলবেন না। মামলা আসছে মানুষকে মারধর করা হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এসব কী?' বস্তুত, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই এই ছবি রাজ্যজুড়ে। মনোনয়ন পর্বের শুরু থেকে এখনও পর্যন্ত দিকে দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৩ দিনে প্রাণ গিয়েছে ৮ জনের। মনোনয়ন জমা ও প্রতীক দেওয়ার পরেও নাম নেই প্রার্থীদের, হাইকোর্টের দ্বারস্থ সিপিএম। ভাঙড়ের ১৬-১৭ জন প্রার্থীর নাম কমিশনের ওয়েবসাইট থেকে উধাও হয়ে যাওয়ার অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনকে এই প্রার্থীদের নির্বাচনে লড়তে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।


আরও পড়ুন:কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি