WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: পশ্চিমবঙ্গে ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে বিজেপি, সমীক্ষা সি ভোটারের

Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। বরানগরে উপনির্বাচন। মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় ২ হাজার কিউআরটি।

ABP Ananda Last Updated: 01 Jun 2024 11:33 PM
Loksabha election 2024 phase 7 : সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশেনারা মিশ্রকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশেনারা মিশ্রকে বুথের মধ্যেই হেনস্থার অভিযোগ উঠল। দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিমের এজেন্ট হিসেবে কাজ করছিলেন রোশেনারা। বালিগঞ্জের ২১৭ নম্বর বুথে রোশেনারার সঙ্গে তৃণমূল এজেন্টের বচসা বাঁধে। এর ফলে বুথের ভিতর তুমুল উত্তেজনা দেখা দেয়। এদিকে সূর্যকান্ত মিশ্রের মেয়ে মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ তৃণমূলের।

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: ক্যানিংয়ে ভোট দিতে যাওয়ার পথে মাথা ফাটল ৫ বিজেপি কর্মীর

সন্দেশখালির ছায়া দেখা গেল ক্যানিংয়েও। ভোট দিতে যাওয়ার পথে মাথা ফাটল ৫ জন বিজেপি কর্মীর। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে গেরুয়া শিবির। ক্যানিংয়ের মৈপীঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষে হাত ভাঙল বিজেপি ও তৃণমূল কর্মীর। পাশাপাশি ক্যানিংয়ে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Lok sabha election 2024 phase 7 : ভোটের শেষ পর্বে ভাঙড়ে দফায় দফায় অশান্তি

ভোটগ্রহণের শেষ লগ্নে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটল ভাঙড়ে। উঠল আইএসএফের পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ।

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে 'ভুয়ো' এজেন্ট, ধরলেন সিপিএম প্রার্থী

পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে 'ভুয়ো' এজেন্ট, ধরলেন সিপিএম প্রার্থী শায়রা শা হালিম। তৃণমূলের বিরুদ্ধে বুথে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী। সিপিএম প্রার্থী চ্য়ালেঞ্জ করতেই দৌড়ে পালালেন 'ভুয়ো' এজেন্ট।

Lok sabha election 2024 phase 7 :গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত

গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত। শেষ দফার ভোটেও দিকে দিকে অশান্তি। সংঘর্ষ, বোমাবাজি থেকে মারধর। বিক্ষোভের মুখে প্রার্থীরা। আক্রান্ত ভোটারও।

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: দক্ষিণ কলকাতায় সিপিএমের পোলিং এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যাকে মারধরের অভিযোগ

দক্ষিণ কলকাতায় সিপিএমের পোলিং এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

lok sabha election 2024 phase 7 : শেষ দফাতেও তৃণমূলের আক্রমণের মুখে বিরোধীরা

লোকসভা ভোটের অন্তিম লগ্নে চরম অশান্তি ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়। সব জায়গাতেই বিরোধীদের উপর আক্রমণ চালানো অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: কুলতলিতে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শেষ দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে দফায় দফায় গণ্ডগোল হচ্ছে রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে। এবার কুলতলিতে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Baranagar By Poll Live Updates: বরানগরে দফায় দফায় সংঘর্ষ বিজেপি ও তৃণমূলের

শুক্রবার সকালে বরানগর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। বিজেপির পার্টি অফিস সম্পূর্ণ ভেঙে দেওয়ার অভিযোগের পাশাপাশি আক্রান্ত হন সেখানকার বিজেপি প্রার্থী সজল ঘোষ।

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: দুপুর তিনটে পর্যন্ত বঙ্গের ৯টি কেন্দ্রে ভোটদানের গড় ৫৮.৪৫ শতাংশ

দুপুর তিনটে পর্যন্ত বঙ্গের ৯টি কেন্দ্রে ভোটদানের গড় ৫৮.৪৫ শতাংশ


দুপুর তিনটে পর্যন্ত বঙ্গের ৯টি কেন্দ্রে গড় ভোটদানের হার ৫৮.৫৪ শতাংশ। এর মধ্যে দমদমে ভোট পড়েছে ৫৩.০৬, বারাসতে ৫৯.৬৯, বসিরহাটে ৬৬.৭৬, জয়নগর (এসসি) ৬২.২৪, মথুরাপুর (এসসি) ৬৩.৬৬, ডায়মন্ডহারবার ৬১.০৮, যাদবপুরে ৫৬.৪৯, কলকাতা দক্ষিণ ৫০.৬১ ও কলকাতা উত্তরে ৫১.২২ শতাংশ। অন্যদিকে বরানগর বিধানসভা উপনির্বাচনে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৪ শতাংশ।

Baranagar By Poll Live Updates: বরানগরে আক্রান্ত বিজেপি প্রার্থী সজল ঘোষ, ভাঙচুর

ভুয়ো ভোটার ধরতে গিয়ে বরানগরে আক্রান্ত হলেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী হওয়া সজল ঘোষ। সেখানকার একটি বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।  

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সন্দেশখালির পুনরাবৃত্তি ক্যানিংয়ে। বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে ভোট দিতে নিয়ে গেলেন বিজেপি প্রার্থী।

WB News Update : সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সঙ্গে বচসা, হাতাহাতি

রানগর উপনির্বাচনেও সন্ত্রাস। তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সঙ্গে বচসা, হাতাহাতি। 

lok sabha election 2024 phase 7 :দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার

দুপুর ১ পর্যন্ত দমদমে ভোটদানের হার ৪১ শতাংশ
দুপুর ১ পর্যন্ত বারাসাতে ভোটদানের হার ৪৭ শতাংশ
একই সময়ে বসিরহাটে ভোটদানের হার ৫১ শতাংশ
জয়নগরে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৪৮ শতাংশ
ডায়মন্ড হারবার ও মথুরাপুর সংরক্ষিত কেন্দ্রে ভোটদানের হার ৪৭ শতাংশ
যাদবপুর কেন্দ্রে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৪৩ শতাংশ
কলকাতা দক্ষিণে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৪০ শতাংশ
কলকাতা উত্তরে ভোটদানের হার ৩৯ শতাংশ

lok sabha election 2024 phase 7 : আইএসএফ এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভাঙড়ের হাতিশালায় দফায় দফায় অশান্তি। আইএসএফ এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে পারেনি গোটা গ্রাম। ডাকা হয়েছে কিউআরটি টিমকে। 

lok sabha election 2024 phase 7 : সকাল সাহস করে যাঁরা বুথে গিয়েছিলেন, ফিরেছেন মার খেয়ে, ভাঙড়ে আতঙ্কের ছবি

ভোট দিতে যেতে বড় ভয়। সকাল সাহস করে যাঁরা বুথে গিয়েছিলেন, ফিরেছেন মার খেয়ে। তারপর থেকে কাউকেই ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ভাঙড়ের নলমুড়িতে ভোটের সকালে আতঙ্কের ছবি। 

Baranagar By Election: সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সঙ্গে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের মারপিট

বরানগরের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সঙ্গে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের মারপিট। সিপিএম প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলর। এই নিয়ে সিপিএম প্রার্থীর সঙ্গে তাঁর বচসা গড়ায় হাতাহাতিতে। 

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Liveছ ভুয়ো ভোটার ধরলেন সিপিএম প্রার্থী সায়রা শা হালিম

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট। সিপিএম প্রার্থী সায়রা শা হালিম চ্যালেঞ্জ জানাতেই ছুটে পালান ওই ব্যক্তি। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ সিপিএম প্রার্থীর। 

Lok Sabha Election 2024 Phase 7 : সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মাথা ফাটল বিজেপি কর্মীর

সন্দেশখালির বয়রামাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মাথা ফাটল বিজেপি কর্মীর। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে তৃণমূলের বিক্ষোভ

West Bengal Loksabha Election 2024 : মত্ত অবস্থায় বুথে বসে আছেন সূর্যকান্ত মিশ্রর মেয়ে ! অভিযোগ তৃণমূল এজেন্টদের

বালিগঞ্জের আইস স্কেটিং রিঙে ২১৮ নম্বর বুথ থেকে সূর্যকান্ত মিশ্রর মেয়েকে সিপিএম প্রার্থীর সামনেই হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা দক্ষিণ লোকসভার সিপিএম প্রার্থী সায়রা শা হালিমের পোলিং এজেন্ট ছিলেন রোশেনারা মিশ্র। মত্ত অবস্থায় বুথে বসে আছেন সিপিএম এজেন্ট, অভিযোগ করেন তৃণমূল এজেন্টরা। 

Lok Sabha Election 2024: ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে ঘিরে বিক্ষোভ

ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে ঘিরে ফলতার দিঘির পাড় বাজারে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। একশো দিনের কাজের টাকা কোথায়, এই প্রশ্ন তুল তাঁরা বিক্ষোভ দেখান। 

WB Election News Live : বহিরাগতদের তাড়া কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর।

ই এম বাইপাসে বহিরাগতদের তাড়া কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর।

Loksabha Election 2024 : সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা

ভোটদানে বাধা দেওয়ায় সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের।

Loksabha Vote 2024 : কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, ছুটলেন তাপস রায়

কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি। 

WB News Live : সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা কাটাকাটি

এজেন্ট বসানোকে কেন্দ্র করে বরানগরের রবীন্দ্রভবনের ১০৬(এ) নম্বর বুথে উত্তেজনা ছড়াল। সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা কাটাকাটি হয়। মদন মিত্র, সুজিত বসুর বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তুলেছেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সক্রিয় নয় বলেও অভিযোগ সজলের। 

WB News Live : রক্ত ঝরল বারাসাত লোকসভার কদম্বগাছিতে

সপ্তম দফা ভোট শুরুর আগেই রক্ত ঝরল বারাসাত লোকসভার কদম্বগাছিতে।  বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়ড়া শিবতলা এলাকার ঘটনা।  আক্রান্ত নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। 

West Bengal Vote : বারাসাত লোকসভার কদম্বগাছিতে উত্তেজনা

বারাসাত লোকসভার কদম্বগাছিতে উত্তেজনা।  বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন।

Loksabha Vote 2024 : আক্রান্ত হলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শা হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়

সরশুনার সোনালি পার্কে আক্রান্ত হলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শা হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের বাগপোতা GSFP স্কুলের ২৬৪ ও ২৬৫ নম্বর বুথে ভোটদানে বাধা, অভিযোগ
পেয়ে সেখানে যেতেই কৌস্তভের ওপর হামলা, মারধর, তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

WB News Live : সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা

ভোটদানে বাধা দেওয়ায় সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। জয়নগর লোকসভার কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর অভিযোগ, বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন জয়নগরের বিজেপি প্রার্থী। 

WB Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: কুলতলিতে ইভিএম জলে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

কুলতলিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইভিএম জলে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: বসিরহাটের মহেশপুরে সিপিএম এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ

বসিরহাটের মহেশপুরে সিপিএম এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ।

WB News Live : বাঘাযতীনে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট

যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব'। সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ। ইটের ঘায়ে ভেঙে গিয়েছে জানলার কাচ। 

Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙড়ে রাতভর বোমাবাজি

যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট শুরুর আগেই ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর বোমাবাজি। উদ্ধার তাজা বোমা। ISF-কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ উঠল। লাঠিচার্জ করে জমায়েত হঠায় পোলেরহাট থানার পুলিশ।

WB News Live : ভাঙড়ে আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙচুর

ভাঙড়ে আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙচুর। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব চালানোর অভিযোগ। 

WB News Live : উত্তপ্ত সন্দেশখালি, বুথ এজেন্টদের হুমকি দিচ্ছে তৃণমূলের গুন্ডারা, অভিযোগ বিজেপির

ভোটের আগে রাতে উত্তপ্ত সন্দেশখালি। পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে বুথ এজেন্টদের হুমকি দিচ্ছে তৃণমূলের গুন্ডারা, অভিযোগ বিজেপির। লাঠি-ঝাঁটা নিয়ে বেড়মজুরে রাতপাহারায় মহিলারা।

West Bengal Loksabha Election 2024 : ভোট যুদ্ধ সপ্তমে, আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন

ভোট যুদ্ধ সপ্তমে। আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। বরানগরে উপনির্বাচন। মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় ২ হাজার কিউআরটি।

প্রেক্ষাপট

কলকাতা: বিকেল পাঁচটা পর্যন্ত বঙ্গের ৯ টি লোকসভায় ভোটদানের গড় হার ৬৯.৮৯ শতাংশ। এর মধ্যে দমদমে ভোট পড়েছে ৬৭.৬০ শতাংশ, বারাসতে ৭১.৮০, বসিরহাটে ৭৬.৫৬, জয়নগরে ৭৩.৪৪, মথুরাপুরে ৭৪.১৩, ডায়মন্ডহারবারে ৭২.৮৭, যাদবপুরে ৭০.৪১, কলকাতা দক্ষিণে ৬০.৮৮ ও কলকাতা উত্তরে ৫৯.২৩ শতাংশ। অন্যদিকে বরানগর বিধানসভার উপনির্বাচনে পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ৬৬.৭০ শতাংশ।


শেষ দফার ভোটে দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালি। বেড়মজুর সহ একাধিক এলাকায় পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধ। গ্রামবাসীদের ইটবৃষ্টি, পাল্টা ইট ছুঁড়ল পুলিশ। পুলিশি অত্যাচারের অভিযোগে মহিলাদের মিছিল। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের কাঁদানে গ্যাস


শেষ দফার ভোটেও দিকে দিকে অশান্তি। সংঘর্ষ, বোমাবাজি থেকে মারধর। বিক্ষোভের মুখে প্রার্থীরা। আক্রান্ত ভোটারও। গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত। 


ভোটদানে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। সেখানকার আগারহাটি অঞ্চলে পুলিশের মদতে তৃণমূল ভোট দিতে বাধা দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।  


আজ, পয়লা জুন সপ্তম দফার ভোট ( Loksabha Election 2024 ) । শেষ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে ৯টি আসনে লড়াই করছেন একগুচ্ছে হেভিওয়েট প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস রায়, সৃজন ভট্টাচার্য সকলেই রয়েছেন সেই তালিকায়।


শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। কেন্দ্রগুলি হল - 



  • বারাসাত

  • দমদম

  • বসিরহাট 

  • জয়নগর 

  • মথুরাপুর

  •  ডায়মন্ড হারবার

  • যাদবপুর

  • কলকাতা দক্ষিণ

  • কলকাতা উত্তর

    এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন। সপ্তম দফায় মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি টি বুথ স্পর্শকাতর। ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ১ হাজার ৯৫৮ টি। সপ্তম দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ৩৩ হাজার ২৯৩।

    সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। অশান্তি এড়াতে ৬০০ টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায়। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে। স্ট্রং রুমের বাইরে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ ও লাঠিধারী পুলিশ ।


দমদমে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৯২। এর মধ্যে ৫৭২ টি বুথ স্পর্শকাতর। বারাসাত লোকসভা কেন্দ্রে ১ হাজার ৯৯১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ২৭০ টি। এবারের নির্বাচনে এরাজ্যের অন্যতম বড় ইস্যু সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনেই রয়েছে এই বিধানসভা। এই লোকসভা কেন্দ্র স্পর্শকাতর বুথের সংখ্যাও চোখে পড়ার মতো। 


বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৮২। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১ হাজার ৯৬ টি। জয়নগরে মোট ১ হাজার ৮৭৯ টি বুথ রয়েছে। এর মধ্যে ৬৮৬ টি বুথ স্পর্শকাতর।  মথুরাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৯৮। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২০ টি। ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ডায়মন্ড হারবারে ১ হাজার ৯৬১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ১৯৮ টি।সপ্তম দফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের গুরুত্ব কম নয়। এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। তাঁকে হারাতে তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের ওপর ভরসা রেখেছে সিপিএম।


যাদবপুরে , মোট বুথের সংখ্যা ২ হাজার ১২০। তার মধ্যে ৩২৩ টি বুথ স্পর্শকাতর। এরাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ২ হাজার ৭৮ টি বুথ রয়েছে। ১১৭ টি বুথ স্পর্শকাতর।


কলকাতা উত্তরে  মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৯ টি।  এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬৬। জলপথে যেতে হবে বলে বৃহস্পতিবারই যাবতীয় সরঞ্জান নিয়ে রওনা দিলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও পাথরপ্রতিমার ভোট কর্মীরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.