Panchayat Poll Live Updates 2023 : মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল

অভিষেকের বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস।

ABP Ananda Last Updated: 13 Jun 2023 11:37 PM
Panchayat Poll News Live: বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ? 

বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ?  মনোনয়ন তুলতে 'চাপ', সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পাড়ুইয়ের সাত্তর গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা

Panchayat Poll 2023 :মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের!

মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের! 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি আছে, সেটা চিহ্নিত করা চেষ্টা করছি'

Panchayat Poll News Live :দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়!

দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়! গাড়িতেই মিলল তাজা বোমা! তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। একের পর এক গাড়িতে ভাঙচুর। পুলিশের সামনেই গুলি, বোমা, একের পর এক গাড়ি ভাঙচুর

Panchayat Poll 2023 :অভিষেক ঢোকার আগেই রণক্ষেত্র ভাঙড়, গুলি-বোমার লড়াই!

অভিষেক ঢোকার আগেই রণক্ষেত্র ভাঙড়, গুলি-বোমার লড়াই!

Panchayat Poll News Live :শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই বিরোধীদের দাবিতেই মান্যতা হাইকোর্টের, জোর ধাক্কা কমিশন-রাজ্যের

শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই বিরোধীদের দাবিতেই মান্যতা হাইকোর্টের, জোর ধাক্কা কমিশন-রাজ্যের। 

Panchayat Poll 2023 :বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ? মনোনয়ন তুলতে 'চাপ', সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা

বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ? মনোনয়ন তুলতে 'চাপ', সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা

Panchayat Poll News Live :টিকিট নিয়ে তৃণমূলের লড়াই, দিনহাটায় চলল গুলি!

টিকিট নিয়ে তৃণমূলের লড়াই, দিনহাটায় চলল গুলি! দিনহাটায় ভর দুপুরে চলল অন্তত ৪ রাউন্ড গুলি! তৃণমূলকর্মীকে লক্ষ্য করে দলীয় কর্মীর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ

Panchayat Poll 2023 :ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা

ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের ভিতরেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন বলে অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, বিজেপি প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয় বিডিও অফিস থেকে। মনোনয়ন জমা না দিতে পেরে ফিরে যান তাঁরা। 

Panchayat Poll News Live :তপ্ত ভাঙড়ে আরাবুল-ঘনিষ্ঠের গাড়ি থেকে উদ্ধার বোমা

তপ্ত ভাঙড়ে আরাবুল-ঘনিষ্ঠের গাড়ি থেকে উদ্ধার বোমা

Panchayat Poll 2023 :আজও মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের বাইক ‍র‍্যালি

আজও মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের বাইক ‍র‍্যালি। গতকালও একই জায়গায় দেখা গিয়েছিল লাঠি, বাঁশ হাতে তৃণমূলের বাইক-বাহিনীর দাপাদাপি। কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরপর দু'দিন শাসক দলের বাইক ‍র‍্যালি

Panchayat Poll News Live :শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই বিরোধীদের দাবিতেই মান্যতা হাইকোর্টের, জোর ধাক্কা কমিশন-রাজ্যের

শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই বিরোধীদের দাবিতেই মান্যতা হাইকোর্টের, জোর ধাক্কা কমিশন-রাজ্যের

Panchayat Poll 2023 :দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়

দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়! গাড়িতেই মিলল তাজা বোমা! তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। একের পর এক গাড়িতে ভাঙচুর। পুলিশের সামনেই গুলি, বোমা, একের পর এক গাড়ি ভাঙচুর

Panchayat Poll News Live :টিকিট নিয়ে তৃণমূলের লড়াই, দিনহাটায় চলল গুলি

টিকিট নিয়ে তৃণমূলের লড়াই, দিনহাটায় চলল গুলি! তৃণমূলকর্মীকে লক্ষ্য করে দলীয় কর্মীর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ

Panchayat Poll 2023 :বিরোধীদের দাবিতেই মান্যতা হাইকোর্টের, জোর ধাক্কা কমিশন-রাজ্যের

শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। বিরোধীদের দাবিতেই মান্যতা হাইকোর্টের, জোর ধাক্কা কমিশন-রাজ্যের

Panchayat Poll News Live :মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের উপরেই ছাড়ল হাইকোর্ট

মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের উপরেই ছাড়ল হাইকোর্ট। অনলাইনে মনোনয়ন পেশের আবেদন খারিজ করল হাইকোর্ট। আইন অনুযায়ী পর্যবেক্ষক নিয়োগ করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন

Panchayat Poll 2023 :সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ, প্রয়োজনে ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের

অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে নির্বাচনের আবেদন খারিজ করল হাইকোর্ট। সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ, প্রয়োজনে ভিডিওগ্রাফির নির্দেশ। 

Panchayat Poll News Live :মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল

হাইকোর্টে পঞ্চায়েত মামলার রায়দান। মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল। আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন, জানিয়ে দিল হাইকোর্ট। 

Panchayat Poll 2023 : ১০০ দিনের কাজের বকেয়ার দাবি এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে মিছিল

১০০ দিনের কাজের বকেয়ার দাবি এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে মিছিল

Panchayat Poll News Live : দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়! গাড়িতেই মিলল তাজা বোমা! তৃণমূল-আইএসএফ সংঘর্ষ

দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়! গাড়িতেই মিলল তাজা বোমা! তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। একের পর এক গাড়িতে ভাঙচুর। পুলিশের সামনেই গুলি, বোমা, একের পর এক গাড়ি 

Panchayat Poll 2023 : সকাল থেকে অশান্ত ভাঙড়। এবিপি আনন্দের প্রশ্নের মুখে মেজাজ হারালেন আরাবুল। 

সকাল থেকে অশান্ত ভাঙড়। এবিপি আনন্দের প্রশ্নের মুখে মেজাজ হারালেন আরাবুল। 

Panchayat Poll News Live : ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা।

ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের ভিতরেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন বলে অভিযোগ।

Panchayat Poll News Live :পঞ্চায়েত ভোট নিয়ে মামলা, আর কিছুক্ষণের মধ্যেই রায় দেবে হাইকোর্ট

পঞ্চায়েত ভোট নিয়ে মামলা, আর কিছুক্ষণের মধ্যেই রায় দেবে হাইকোর্ট

Panchayat Poll News Live : আরাবুলের ছেলের গাড়িতে পাওয়া গেল বোমা ! 

ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুলের ছেলের গাড়িতে পাওয়া গেল বোমা ! 

Panchayat Poll News Live : আরাবুলের ছেলের গাড়িতে পাওয়া গেল বোমা ! 

ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুলের ছেলের গাড়িতে পাওয়া গেল বোমা ! 

Panchayat Poll 2023 : বিকেলেই পঞ্চায়েত রায়

পঞ্চায়েত ভোট নিয়ে মামলা, আজই রায় হাইকোর্টের। নির্দেশ দেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মনোনয়নের সময় পর্যাপ্ত নয়, আগেই পর্যবেক্ষণ ছিল আদালতের।

Panchayat Poll News : পঞ্চায়েত ভোট নিয়ে মামলা, আজই রায় দেবে হাইকোর্ট

পঞ্চায়েত ভোট নিয়ে মামলা, আজই রায় দেবে হাইকোর্ট
কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে মামলা, আজই রায় 

Panchayat Poll News Live : ভাঙড়ে পুলিশকে লক্ষ্য করেও বোমাবাজি ও ইটবৃষ্টি

মনোনয়ন ঘিরে অগ্নিগর্ভ ভাঙড়। পুলিশি নিরাপত্তায় মোড়া বিডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে বিজয়গঞ্জ বাজারে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলি চলে অভিযোগ। গুলিবিদ্ধ এক আইএসএফ প্রার্থী। পুলিশকে লক্ষ্য করেও বোমাবাজি ও ইটবৃষ্টি হয়।

Panchayat Election 2023 : পঞ্চায়েতের মনোনয়নপর্বের শুরুতেই দলবদলের হিড়িক

পঞ্চায়েতের মনোনয়নপর্বের শুরুতেই দলবদলের হিড়িক। অভিষেকের নবজোয়ারের পরদিনই অশোকনগরে শতাধিক তৃণমূলকর্মী যোগ দিলেন কংগ্রেসে। 

Panchayat Poll 2023 : পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব : নৌশাদ

ভাঙড়ে দফায় দফায় গুলি, বোমা, পুলিশের এক এসআই-ও আহত । পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযোগ নৌশাদের । 

Panchayat Poll 2023 : মনোনয়ন ঘিরে ক্যানিং-এও তীব্র উত্তেজনা

ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের ভিতরেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন বলে অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, বিজেপি প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয় বিডিও অফিস থেকে। মনোনয়ন জমা না দিতে পেরে ফিরে যান তাঁরা। 

Panchayat Poll 2023 : অগ্নিগর্ভ ভাঙড়, শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলি !

মনোনয়ন ঘিরে ফের অগ্নিগর্ভ ভাঙড়। পুলিশি নিরাপত্তায় মোড়া বিডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে বিজয়গঞ্জ বাজারে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলি চলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ও ইটবৃষ্টি । 

Panchayat Poll 2023 : বড়শুলে মনোনয়ন জমা ঘিরে তৃণমূল বনাম সিপিএমের সংঘর্ষে ৯ জন গ্রেফতার

বড়শুলে মনোনয়ন জমা ঘিরে তৃণমূল বনাম সিপিএমের সংঘর্ষে ৯ জন গ্রেফতার। ধৃতদের মধ্যে ৬ জন দলীয় কর্মী-সমর্থক, অভিযোগ তৃণমূলের। কালই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। 

WB News Live : নিষেধাজ্ঞা উড়িয়ে রানিনগরে আজও বাইক ‍র‍্যালি

নিষেধাজ্ঞা উড়িয়ে রানিনগরে আজও বাইক ‍র‍্যালি। তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে দাপাচ্ছে বিরোধীদের বাইক বাহিনীও। এক মিছিলে বাম-কংগ্রেস-বিজেপি। হামলা রুখতে একজোট বলে দাবি।

Panchayat Poll 2023 : ভাঙড়ে বিডিও অফিসের অদূরে পরপর বোমা বিস্ফোরণ

ভাঙড়ে আজ আইএসএফ প্রার্থীদের মনোনয়ন। তার আগে বিডিও অফিসের অদূরে পরপর বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক।

Panchayat Election News : একই টোটোয় চড়ে মনোনয়ন জমা দিতে গেলেন সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা

মুর্শিদাবাদের রানিনগরে শাসকের হামলা রুখতে একজোট বিরোধীরা। একই টোটোয় চড়ে নিজেদের দলের পতাকা নিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা। মার খেলে প্রতিরোধ হবে, বার্তা বিরোধী প্রার্থীদের। একই সঙ্গে তৃণমূলের মতোই কমিশনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বাম, কংগ্রেস, বিজেপিকে বাইক র‍্যালি করতে দেখা যায়। 

Panchayat Poll 2023 : নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন জমা দিতে চলেছেন আইএসএফ প্রার্থীরা

ভাঙড়ে অশান্তির আবহেই আজ বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন জমা দিতে চলেছেন আইএসএফ প্রার্থীরা। গতকাল ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে জড়ো হন তৃণমূল কর্মীরা। উত্তেজনা তৈরি হয়। 

Panchayat Poll News Live: আরামবাগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান

পঞ্চায়েত ভোটের আগে হুগলির আরামবাগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ধৃত আব্দুল আজিজ খান ওরফে লাল্টু 
হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এক অভিযুক্তকে ধরতে বাধা দেওয়া ও পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে আটকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল প্রধানকে।

Panchayat Poll News Live: বড়শুল মোড়ে সিপিএমের গাড়ি আটকে হামলার অভিযোগ

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় শক্তিগড়ের বড়শুল মোড়ে সিপিএমের গাড়ি আটকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই সিপিএমের কর্মী-সমর্থকদের গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পাল্টা ঝান্ডার-ডান্ডা নিয়ে বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালায় সিপিএম।

Panchayat Poll News Live : মিনাখাঁয় সিপিএমের পার্টি অফিস ঘেরাও করে চলল তাণ্ডব, ভাঙচুর

সোমবার  মনোনয়নে বাধা দিতে মিনাখাঁয় সিপিএমের পার্টি অফিস ঘেরাও করে চলল তাণ্ডব, ভাঙচুর। মাথা ফাটল সিপিএম নেত্রীর। তৃণমূলের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ। পুলিশের মদত ছিল বলে দাবি করল সিপিএম নেতৃত্ব। পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল

WB News Live : TMC কর্মীর বোমা ও ইট ছোড়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে

মনোনয়ন পর্ব চলাকালীন ভাঙড়ে ফের অশান্তি। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী কুতুবউদ্দিন আলি মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে।

Panchayat Poll News : জেলায় জেলায় দলবদলের হিড়িক

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই জেলায় জেলায় দলবদলের হিড়িক। পরপর দু’দিন মালদার মানিকচকে তৃণমূলে ভাঙন। কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সহ সভাপতি, জেলা পরিষদ সদস্যা-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী।

WB News Live : শাসক বিরোধী, দু’দলের কাছেই  নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে

বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই  নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।

Panchayat Poll 2023 : নজরে নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থীরা

মনোনয়ন পর্বে আজ নজরে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থীরা।

প্রেক্ষাপট

কলকাতা : পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll ) কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীদের মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court ) । কমিশনের নির্দেশ মতো সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে রাজ্য সরকার বাধ্য, মন্তব্য প্রধান বিচারপতির। কলকাতার ৮০ শতাংশ পুলিশ হুগলি, বীরভূমে চলে গেলে কলকাতার আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণের কী হবে? কেন্দ্রীয় বাহিনী মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির। 


অনেকেই বলছেন, বিডিও অফিসের সামনে রাজ্য পুলিশের উপস্থিতি, ১৪৪ ধারা জারির পরও মনোনয়ন ঘিরে এই ভয়ঙ্কর ছবিই বলে দিচ্ছে, গ্রাম বাংলায় কী চলছে! বিরোধীরা অভিযোগ করছে, রাজ্যে কার্যত প্রি-পোল ভায়োলেন্স চলছে! 
আর, এই পরিস্থিতিতে আরও জোরাল হচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। যদিও, শুরু থেকেই নতুন রাজ্য় নির্বাচন কমিশনার কার্যত রাজ্য় পুলিশেই আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন!  এই প্রেক্ষাপটে সোমবার হাইকোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, রাজ্য় নির্বাচন কমিশন নিজেই বলেছে ৬ টি জেলা স্পর্শকাতর। সেগুলোর ক্ষেত্রে কি হবে? কলকাতার ৮০ শতাংশ পুলিশ যদি হুগলি বা বীরভূমে চলে যায় তাহলে কলকাতার আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণের কী হবে? সাড়ে তিন মাসের মধ্যে অন্তত ১২ বার হাইকোর্টকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে হস্তক্ষেপ করতে হয়েছে। সিভিক ভলান্টিয়ার তো মামলা রুজু করতে পারবে না। কমিশন পরিস্থিতির পর্যালোচনা করে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

এদিন, হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, হনুমান জয়ন্তীর সময়ও আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে রাজ্য পুলিশ কাজ করলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সুবিধা হবে।

প্রধান বিচারপতির বেঞ্চ এও বলে, আইন অনুযায়ী কমিশনের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে রাজ্য সরকারকে।
কমিশনের নির্দেশ মোতাবেক সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে রাজ্য সরকার বাধ্য। সেইসঙ্গে হাইকোর্ট এও মনে করিয়ে দেয়, স্বতঃপ্রণোদিত পদক্ষেপের ক্ষমতা আদালতের আছে।                   

কারো হাতে লাঠি, কারও মুখে কাপড় বাধা, হাতে ইট। তো কারও থেকে উদ্ধার হচ্ছে পিস্তল। এই পরিস্থিতিতে কি আদৌ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব? বিরোধীদের প্রশ্ন আরও জোরাল হচ্ছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.