Panchayat Poll Live Updates 2023 : মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল

অভিষেকের বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস।

ABP Ananda Last Updated: 13 Jun 2023 11:37 PM

প্রেক্ষাপট

কলকাতা : পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll ) কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীদের মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court ) । কমিশনের নির্দেশ মতো সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে...More

Panchayat Poll News Live: বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ? 

বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ?  মনোনয়ন তুলতে 'চাপ', সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পাড়ুইয়ের সাত্তর গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা